ETV Bharat / sitara

হিরোর বন্ধু থেকে হয়েছেন হিরো, নেপোটিজ়ম নিয়ে তাই অভিযোগ নেই বিক্রান্তের - বিক্রান্ত মাসের খবর

হিরোর বন্ধু হিসেবে ক্যারিয়ার শুরু । আর এখন তিনি নিজেই সিনেমা বা ওয়েব সিরিজ়ের হিরো । তথাকথিত আউটসাইডার বিক্রান্ত মাসে তাই নেপোটিজ়ম নিয়ে কোনও অভিযোগ জানাতে চান না ।

vikrant massey on nepotism
vikrant massey on nepotism
author img

By

Published : Oct 22, 2020, 1:57 PM IST

মুম্বই : বিক্রান্ত মাসের সময়টা বেশ ভালো যাচ্ছে । ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে এই লকডাউনের মধ্যেও অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে তাঁর । এছাড়া OTT-র কনটেন্ট ভিত্তিক প্রজেক্টে কোনও স্টারডম ছাড়া অভিনয়কেই প্রাধান্য দেওয়া হয় । সেদিক থেকেও বিক্রান্ত দারুণ চয়েজ় । 'কার্গো', 'ডলি কিটি..' বা 'গিনি ওয়েডস সানি'-র মতো ছবিতে তাই মানানসই চরিত্রে দেখা গেছে অভিনেতাকে । যে ইন্ডাস্ট্রি থেকে এত কিছু পেয়েছেন, সেই ইন্ডাস্ট্রি নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রান্ত বলেন, "আমি পরিশ্রম আর যোগ্যতায় বিশ্বাস করি । আমি সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, কোনও অভিযোগ নেই আমার । টেলিভিশন থেকে শুরু করেছি, হিরোর বন্ধুর চরিত্রে অভিনয় করতাম । সেখান থেকে এখন লিড চরিত্রে অভিনয় করছি । ডাবিংয়ের ক্ষেত্রেও মুখ্য চরিত্রের সুযোগ পাচ্ছি । আমার মনে হয় আমি সব পেয়ে গেছি ।"

ইন্ডাস্ট্রিতে চলা নেপোটিজ়ম বিতর্ককে মাথায় রেখে বিক্রান্ত বলেন, "আমরা সবাই বুঝতে পারছি যে, এই আলোচনাটা কোথায় যাচ্ছে । আর সেটা মোটেই ভালো হচ্ছে না । তবে আমি যাদের সঙ্গে কাজ করি, তারা কিন্তু এসবের মধ্যে থাকে না, তারা এই আলোচনার বাইরে গিয়েও দুনিয়াটা দেখতে সক্ষম । তাই আমি ভাগ্যবান ।"

vikrant massey on nepotism
আলো-আঁধারিতে

বিক্রান্ত নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তিনি এখন কমার্শিয়াল ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতেও নজর কাড়তে পারেন । এটা তো দর্শকের জন্যই সম্ভব হয়েছে, কেউ তো তাঁকে আউটসাইডার বলে দূরে সরিয়ে রাখেনি...তাই এই ইন্ডাস্ট্রিকে নিয়ে বেশ খুশি অভিনেতা । অন্যদিকে বিক্রান্তকে নিয়েও খুব খুশি দর্শক । 'মির্জ়াপুর' সিজ়ন 2-তে তিনি না থাকায় মন খারাপ তাদের ।

মুম্বই : বিক্রান্ত মাসের সময়টা বেশ ভালো যাচ্ছে । ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে এই লকডাউনের মধ্যেও অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে তাঁর । এছাড়া OTT-র কনটেন্ট ভিত্তিক প্রজেক্টে কোনও স্টারডম ছাড়া অভিনয়কেই প্রাধান্য দেওয়া হয় । সেদিক থেকেও বিক্রান্ত দারুণ চয়েজ় । 'কার্গো', 'ডলি কিটি..' বা 'গিনি ওয়েডস সানি'-র মতো ছবিতে তাই মানানসই চরিত্রে দেখা গেছে অভিনেতাকে । যে ইন্ডাস্ট্রি থেকে এত কিছু পেয়েছেন, সেই ইন্ডাস্ট্রি নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রান্ত বলেন, "আমি পরিশ্রম আর যোগ্যতায় বিশ্বাস করি । আমি সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, কোনও অভিযোগ নেই আমার । টেলিভিশন থেকে শুরু করেছি, হিরোর বন্ধুর চরিত্রে অভিনয় করতাম । সেখান থেকে এখন লিড চরিত্রে অভিনয় করছি । ডাবিংয়ের ক্ষেত্রেও মুখ্য চরিত্রের সুযোগ পাচ্ছি । আমার মনে হয় আমি সব পেয়ে গেছি ।"

ইন্ডাস্ট্রিতে চলা নেপোটিজ়ম বিতর্ককে মাথায় রেখে বিক্রান্ত বলেন, "আমরা সবাই বুঝতে পারছি যে, এই আলোচনাটা কোথায় যাচ্ছে । আর সেটা মোটেই ভালো হচ্ছে না । তবে আমি যাদের সঙ্গে কাজ করি, তারা কিন্তু এসবের মধ্যে থাকে না, তারা এই আলোচনার বাইরে গিয়েও দুনিয়াটা দেখতে সক্ষম । তাই আমি ভাগ্যবান ।"

vikrant massey on nepotism
আলো-আঁধারিতে

বিক্রান্ত নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । তিনি এখন কমার্শিয়াল ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতেও নজর কাড়তে পারেন । এটা তো দর্শকের জন্যই সম্ভব হয়েছে, কেউ তো তাঁকে আউটসাইডার বলে দূরে সরিয়ে রাখেনি...তাই এই ইন্ডাস্ট্রিকে নিয়ে বেশ খুশি অভিনেতা । অন্যদিকে বিক্রান্তকে নিয়েও খুব খুশি দর্শক । 'মির্জ়াপুর' সিজ়ন 2-তে তিনি না থাকায় মন খারাপ তাদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.