ETV Bharat / sitara

Viewers can not accept the death of Rohit Sen : 'শ্রীময়ী'-র রোহিত সেনের মৃত্যু, লেখিকাকে বয়কটের ডাক দর্শকদের - viewers can not accept the death of rohit sen so they want to boycott the writer

বাঁচানো গেল না রোহিত সেনকে । এই ঘটনা মেনে নিতে পারেনি 'শ্রীময়ী' ভক্তরা । আর তাই তাঁরা বেজায় চটেছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের উপর । এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সিরিয়াল বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা (Viewers wants to boycott the writer as they can not accept the death of Rohit Sen) ৷

Viewers can't accept Rohit Sen's death, c
রোহিত সেনের মৃত্যু মেনে নিতে পারছে না দর্শক, লেখিকাকে বয়কটের ডাক
author img

By

Published : Dec 15, 2021, 10:32 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : শেষের পথে 'শ্রীময়ী'। খবরটা সকলেরই জানা । বরাবরই গল্পের হ্যাপি এন্ডিং দেখতে চায় দর্শক । আর তাই শ্রীময়ীর ভক্তরা চেয়েছিল রোহিত সেন সুস্থ হয়ে উঠুক । কিন্তু না । শ্রীময়ীর পুজোর ফুলে অনিন্দ্য সেনগুপ্ত অর্থাৎ শ্রীময়ীর প্রাক্তন স্বামীর গুলি খেয়ে বেঁচে উঠলেও শেষপর্যন্ত বাঁচানো গেল না রোহিত সেনকে । এই ঘটনা মেনে নিতে পারেননি 'শ্রীময়ী' ভক্তরা (Viewers wants to boycott the writer as they can not accept the death of Rohit Sen)। আর তাই তাঁরা বেজায় চটেছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের উপর ।

এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সিরিয়াল বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্পষ্ট জানিয়েছেন সেই কথা । মঙ্গলবারের এপিসোডে রোহিত সেনের মৃত্যু দৃশ্য দেখে ফেলেছেন দর্শক । দেখেছেন শ্রীময়ীর হাহাকার । শ্রীময়ীর সাবলীল অভিনয়ে চোখ ভিজে আসে অনুরাগীদের । শ্রীময়ী শুধু একটি চরিত্র না । এহেন শ্রীময়ীরা রয়েছেন ঘরে ঘরে । সংসারের প্রতি অপরিসীম দায় দায়িত্ব পালন করেও যারা কিছু না পাওয়ার সারিতে দাঁড়িয়ে থাকেন । সবার কপালে জোটে না রোহিত সেনের মত একজন সহমর্মী বন্ধু । কিন্তু এই লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা শ্রীময়ীর কাছে একজন রোহিত সেন ছিলেন, যিনি কিনা শ্রীময়ীকে শত না পাওয়া, অপমানের যন্ত্রণা ভুলিয়ে দিতে পারেন । সম্মান, শ্রদ্ধা, পরিচিতি, সংসার সবই পেয়েছিলেন শ্রীময়ী ।

তাই এহেন অনেক শ্রীময়ীরই মনের কথাই ছিল , "আমার একটা রোহিত সেন চাই ।" এবার সেই রোহিতকেও হারিয়ে ফেলল পর্দার শ্রীময়ী । একা হয়ে গেল সে । অন্তিম পর্বে এসে শ্রীময়ীর জন্য কী অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় আমজনতা । ওদিকে শ্রীময়ীর বড় ছেলে এক অন্য মানুষ হয়ে ফিরছে দেশে । ধারাবাহিকের শেষ মানেই হ্যাপি এন্ডিং । কিন্তু শ্রীময়ীর জীবন তো সুখ পেল না কখনও । তাই শেষে তাঁর সুখ দেখার বাসনা ছিল দর্শকের। কিন্তু সেখানেও তাঁরা পেলেন প্রত্যাখ্যান । 19 ডিসেম্বর ধারাবাহিকের অন্তিম পর্ব দেখবে দর্শক।

আরও পড়ুন : দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

প্রসঙ্গত, 'শ্রীময়ী' ধারাবাহিক ঘিরে এর আগেও নানা সময়ে প্রতিবাদের ঝড় উঠেছে । সমালোচনার বন্যা বয়ে গিয়েছে । যদিও সেই সবকিছুকে তোয়াক্কা না করে নিজের ভাবনা এবং যুক্তি দিয়ে গল্প বুনেছেন চিত্রনাট্যকার । এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেট নাগরিকের চাহিদা অনুযায়ী আমি গল্প লিখি না । ঘটনার গতিপথ অনুযায়ী যুক্তিপূর্ণভাবে গল্প এগোবে ।

কলকাতা, 15 ডিসেম্বর : শেষের পথে 'শ্রীময়ী'। খবরটা সকলেরই জানা । বরাবরই গল্পের হ্যাপি এন্ডিং দেখতে চায় দর্শক । আর তাই শ্রীময়ীর ভক্তরা চেয়েছিল রোহিত সেন সুস্থ হয়ে উঠুক । কিন্তু না । শ্রীময়ীর পুজোর ফুলে অনিন্দ্য সেনগুপ্ত অর্থাৎ শ্রীময়ীর প্রাক্তন স্বামীর গুলি খেয়ে বেঁচে উঠলেও শেষপর্যন্ত বাঁচানো গেল না রোহিত সেনকে । এই ঘটনা মেনে নিতে পারেননি 'শ্রীময়ী' ভক্তরা (Viewers wants to boycott the writer as they can not accept the death of Rohit Sen)। আর তাই তাঁরা বেজায় চটেছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের উপর ।

এমনকি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সিরিয়াল বয়কটেরও ডাক দিয়েছেন তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্পষ্ট জানিয়েছেন সেই কথা । মঙ্গলবারের এপিসোডে রোহিত সেনের মৃত্যু দৃশ্য দেখে ফেলেছেন দর্শক । দেখেছেন শ্রীময়ীর হাহাকার । শ্রীময়ীর সাবলীল অভিনয়ে চোখ ভিজে আসে অনুরাগীদের । শ্রীময়ী শুধু একটি চরিত্র না । এহেন শ্রীময়ীরা রয়েছেন ঘরে ঘরে । সংসারের প্রতি অপরিসীম দায় দায়িত্ব পালন করেও যারা কিছু না পাওয়ার সারিতে দাঁড়িয়ে থাকেন । সবার কপালে জোটে না রোহিত সেনের মত একজন সহমর্মী বন্ধু । কিন্তু এই লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা শ্রীময়ীর কাছে একজন রোহিত সেন ছিলেন, যিনি কিনা শ্রীময়ীকে শত না পাওয়া, অপমানের যন্ত্রণা ভুলিয়ে দিতে পারেন । সম্মান, শ্রদ্ধা, পরিচিতি, সংসার সবই পেয়েছিলেন শ্রীময়ী ।

তাই এহেন অনেক শ্রীময়ীরই মনের কথাই ছিল , "আমার একটা রোহিত সেন চাই ।" এবার সেই রোহিতকেও হারিয়ে ফেলল পর্দার শ্রীময়ী । একা হয়ে গেল সে । অন্তিম পর্বে এসে শ্রীময়ীর জন্য কী অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় আমজনতা । ওদিকে শ্রীময়ীর বড় ছেলে এক অন্য মানুষ হয়ে ফিরছে দেশে । ধারাবাহিকের শেষ মানেই হ্যাপি এন্ডিং । কিন্তু শ্রীময়ীর জীবন তো সুখ পেল না কখনও । তাই শেষে তাঁর সুখ দেখার বাসনা ছিল দর্শকের। কিন্তু সেখানেও তাঁরা পেলেন প্রত্যাখ্যান । 19 ডিসেম্বর ধারাবাহিকের অন্তিম পর্ব দেখবে দর্শক।

আরও পড়ুন : দিদির আসর জমাবেন সস্ত্রীক মদন, সঙ্গী বাবুল-রাঘব

প্রসঙ্গত, 'শ্রীময়ী' ধারাবাহিক ঘিরে এর আগেও নানা সময়ে প্রতিবাদের ঝড় উঠেছে । সমালোচনার বন্যা বয়ে গিয়েছে । যদিও সেই সবকিছুকে তোয়াক্কা না করে নিজের ভাবনা এবং যুক্তি দিয়ে গল্প বুনেছেন চিত্রনাট্যকার । এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেট নাগরিকের চাহিদা অনুযায়ী আমি গল্প লিখি না । ঘটনার গতিপথ অনুযায়ী যুক্তিপূর্ণভাবে গল্প এগোবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.