ETV Bharat / sitara

লকডাউনে নিজের ভাবনাকে গুরুত্ব দিন : বিদ্যুৎ জামাল - lockdown

সারাবছর নিজের ভাবনাকে গুরুত্ব দেওয়ার মতো সময় আমাদের কাছে থাকে না । কিন্তু, এই লকডাউনের মধ্যে হাতে অফুরন্ত সময় । তাই এখন নিজের ভাবনাকে গুরুত্ব উচিত বলে মনে করেন বিদ্যুৎ জামাল ।

dfg
fdg
author img

By

Published : Apr 21, 2020, 9:34 AM IST

মুম্বই : সারাবছর একাধিক কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা । তখন নিজের ভাবনাকে গুরুত্ব দেওয়ার সময় আমাদের হাতে থাকে না বললেই চলে । কিন্তু, এই লকডাউনের মধ্যে হাতে তেমন কোনও কাজই নেই । আর তাই এই সময়টা নিজের ভাবনাকে গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী কাজ করা উচিত বলে মনে করেন অভিনেতা বিদ্যুৎ জামাল ।

IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সব সময় আমার কাছের এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই । এবং এখনও তাদের সঙ্গে সময় কাটিয়ে খুবই খুশি । তবে এটা একটা দুর্দান্ত সময় কারণ গোটা বিশ্বে এখন লকডাউন চলছে । আর এই সময়টা আমাদের নিজেদের মনের কথা শুনে চলা উচিত । আমরা শুধুমাত্র কারও না কারও সঙ্গে কথা বলি আর তাঁদের কথা শুনে চলি । কিন্তু, এখন এমন একটা সময় যখন আমাদের নিজেদের ভাবনাকে গুরুত্ব দেওয়া দরকার ।"

ফ্যানদের অনুপ্রেরণা দিতে সম্প্রতি অনলাইনে ফিটনেস সেশন শুরু করেছেন বিদ্যুৎ । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি হাত বা পা দিয়ে যে মোমবাতি নিভিয়ে দিই, আবার কখনও বোতলের ছিপির চ্যালেঞ্জ নিচ্ছি । কখনও আবার একটা ডিম দিয়ে ইট ভেঙে ফেলছি । এগুলো কোনওটা একদিনে হয়নি । দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ নিতে নিতে এগুলি হয়েছে । প্রাথমিক বিষয়গুলো সবাইকে আগে জানতে হবে । এক্ষেত্রে বয়স কোনও বাধাই নয় । দেহের সব অঙ্গকেই কাজ করানো দরকার ।"

সোশাল মিডিয়ায় বিদ্যুতের ফলোয়ারের সংখ্যা অনেক । কিন্তু, কী কারণে অনলাইনে ফিটনেস সেশন দেওয়া শুরু করলেন বিদ্যুৎ ? এপ্রঙ্গে তিনি বলেন, "প্রতিবারই আমি যখন কাজ করতাম তখন ফ্যানদের তরফে একটি বার্তা পেতাম । সেখানে বলা হত আমি যেন তাঁদের সঙ্গে আমার ওয়ার্ক আউট বা ডায়েট টিপস শেয়ার করি । আমি এই ধরনের ওয়ার্ক আউট করেই সময় কাটাই । আমার ওয়ার্ক আউট অন্যদের থেকে একেবারেই আলাদা । তাঁদের মতো আমি জিমে গিয়ে দু'ঘণ্টা করে সময় কাটাই না । আর সেই কারণে নিজের মতো করে ওয়ার্ক আউট করে সেগুলি শেয়ার করা শুরু করি শুধুমাত্র ফ্যানদের জন্য । আর এতে খুবই খুশি ফ্যানরা ।"

মুম্বই : সারাবছর একাধিক কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা । তখন নিজের ভাবনাকে গুরুত্ব দেওয়ার সময় আমাদের হাতে থাকে না বললেই চলে । কিন্তু, এই লকডাউনের মধ্যে হাতে তেমন কোনও কাজই নেই । আর তাই এই সময়টা নিজের ভাবনাকে গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী কাজ করা উচিত বলে মনে করেন অভিনেতা বিদ্যুৎ জামাল ।

IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সব সময় আমার কাছের এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই । এবং এখনও তাদের সঙ্গে সময় কাটিয়ে খুবই খুশি । তবে এটা একটা দুর্দান্ত সময় কারণ গোটা বিশ্বে এখন লকডাউন চলছে । আর এই সময়টা আমাদের নিজেদের মনের কথা শুনে চলা উচিত । আমরা শুধুমাত্র কারও না কারও সঙ্গে কথা বলি আর তাঁদের কথা শুনে চলি । কিন্তু, এখন এমন একটা সময় যখন আমাদের নিজেদের ভাবনাকে গুরুত্ব দেওয়া দরকার ।"

ফ্যানদের অনুপ্রেরণা দিতে সম্প্রতি অনলাইনে ফিটনেস সেশন শুরু করেছেন বিদ্যুৎ । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি হাত বা পা দিয়ে যে মোমবাতি নিভিয়ে দিই, আবার কখনও বোতলের ছিপির চ্যালেঞ্জ নিচ্ছি । কখনও আবার একটা ডিম দিয়ে ইট ভেঙে ফেলছি । এগুলো কোনওটা একদিনে হয়নি । দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ নিতে নিতে এগুলি হয়েছে । প্রাথমিক বিষয়গুলো সবাইকে আগে জানতে হবে । এক্ষেত্রে বয়স কোনও বাধাই নয় । দেহের সব অঙ্গকেই কাজ করানো দরকার ।"

সোশাল মিডিয়ায় বিদ্যুতের ফলোয়ারের সংখ্যা অনেক । কিন্তু, কী কারণে অনলাইনে ফিটনেস সেশন দেওয়া শুরু করলেন বিদ্যুৎ ? এপ্রঙ্গে তিনি বলেন, "প্রতিবারই আমি যখন কাজ করতাম তখন ফ্যানদের তরফে একটি বার্তা পেতাম । সেখানে বলা হত আমি যেন তাঁদের সঙ্গে আমার ওয়ার্ক আউট বা ডায়েট টিপস শেয়ার করি । আমি এই ধরনের ওয়ার্ক আউট করেই সময় কাটাই । আমার ওয়ার্ক আউট অন্যদের থেকে একেবারেই আলাদা । তাঁদের মতো আমি জিমে গিয়ে দু'ঘণ্টা করে সময় কাটাই না । আর সেই কারণে নিজের মতো করে ওয়ার্ক আউট করে সেগুলি শেয়ার করা শুরু করি শুধুমাত্র ফ্যানদের জন্য । আর এতে খুবই খুশি ফ্যানরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.