মুম্বই : লকডাউন 4.0...প্রায় দু'মাস আমরা বাড়িবন্দী সকলে । এই সময়ে প্রত্যেকেই নিজেদের কাজকে মিস করছি । বিশেষ করে শুটিংয়ের সঙ্গে যুক্ত মানুষগুলো । কারণ, শুটিং সম্পর্কিত সব কাজই বন্ধ এখন । আর তাই শুটিং মিস করছেন বিদ্যা বালানও ।
ইনস্টাগ্রাম স্টোরিতে বিদ্যা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি আই প্যাডের ফ্রন্ট ক্যামেরার সামনে বসে রয়েছেন । কিছু শুট করছেন অভিনেত্রী ।
ক্যাপশনে তিনি লিখেছেন, "শুটিং শুটিং খেলি ?" বোঝাই যাচ্ছে শুটিং ফেলে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না অভিনেত্রীর ।
![vidya balan during lockdown](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/00c171053eeb9021d4f9b6f4868b3ad3_2005newsroom_1589977111_847.jpg)
তবে বিদ্যা শুটিং না করলেও, সিনেপ্রেমীরা খুব তাড়াতাড়ি বিদ্যার অভিনয় দেখতে চলেছেন । OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাঁর 'শকুন্তলা দেবী' । ম্যাথম্যাজিশিয়ান শকুন্তলার ভূমিকায় বিদ্যা ।
অনু মেনন পরিচালিত এই ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন জিশু সেনগুপ্ত, সান্য়া মালহোত্র ও অমিত সাধ ।