ETV Bharat / sitara

নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা - বলিউড

কাস্টিং কাউচ বলিউডের একটি ওপেন সিক্রেট। ব্যাপারটির অস্তিত্ব নিয়ে সন্দেহ না থাকলেও কেউ নিজের মুখে স্বীকার করতে চান না নিজের অভিজ্ঞতার কথা। বিদ্যা বালান প্রকাশ্যে আনলেন তাঁর অভিজ্ঞতা।

বিদ্যা বালান কাস্টিং কাউচ
author img

By

Published : Aug 27, 2019, 2:32 PM IST

মুম্বই : বলিউডে আসার আগে দক্ষিণী ছবি করেছেন বিদ্যা। সেই সময়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছিল কিছু প্রতিকূল পরিস্থিতির। একটি ওয়েব পোর্টালে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বিদ্য়া।

চেন্নাইতে থাকার সময়ে এক পরিচালকের সঙ্গে মিটিং ফিক্স হয় বিদ্যার। বিদ্যা দেখা করতে চেয়েছিলেন একটি কফি শপে। তবে পরিচালক জোর করে বলেন যে, তিনি বিদ্যার সঙ্গে একান্তে কথা বলতে চান ও তাঁদের একটি হোটেলে দেখা করার প্রয়োজন।

বিদ্যা বালান কাস্টিং কাউচ
বিদ্যা...

অনামী বিদ্যা কোনও উপায় না দেখে রাজি হয়ে যান হোটেলে দেখা করতে। তবে হোটেল রুমে ঢুকে কথা বলাকালীন তিনি দরজাটা খুলে রাখেন। বিদ্যার এই জেশ্চার দেখে পাঁচ মিনিটের মধ্যেই পরিচালক বেরিয়ে যান ঘর থেকে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার প্রত্যাশা পূরণ হবে না।

বিদ্যা বালান কাস্টিং কাউচ
একটি নাচের ভিডিয়ো শুটে বিদ্যা..

আপাতত 'মিশন মঙ্গল'-এর সাফল্যে ক্লাউড 9-এ বিদ্যা। ছবিটি 200 কোটি ক্লাবে ঢোকার মুখে।

মুম্বই : বলিউডে আসার আগে দক্ষিণী ছবি করেছেন বিদ্যা। সেই সময়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছিল কিছু প্রতিকূল পরিস্থিতির। একটি ওয়েব পোর্টালে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বিদ্য়া।

চেন্নাইতে থাকার সময়ে এক পরিচালকের সঙ্গে মিটিং ফিক্স হয় বিদ্যার। বিদ্যা দেখা করতে চেয়েছিলেন একটি কফি শপে। তবে পরিচালক জোর করে বলেন যে, তিনি বিদ্যার সঙ্গে একান্তে কথা বলতে চান ও তাঁদের একটি হোটেলে দেখা করার প্রয়োজন।

বিদ্যা বালান কাস্টিং কাউচ
বিদ্যা...

অনামী বিদ্যা কোনও উপায় না দেখে রাজি হয়ে যান হোটেলে দেখা করতে। তবে হোটেল রুমে ঢুকে কথা বলাকালীন তিনি দরজাটা খুলে রাখেন। বিদ্যার এই জেশ্চার দেখে পাঁচ মিনিটের মধ্যেই পরিচালক বেরিয়ে যান ঘর থেকে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার প্রত্যাশা পূরণ হবে না।

বিদ্যা বালান কাস্টিং কাউচ
একটি নাচের ভিডিয়ো শুটে বিদ্যা..

আপাতত 'মিশন মঙ্গল'-এর সাফল্যে ক্লাউড 9-এ বিদ্যা। ছবিটি 200 কোটি ক্লাবে ঢোকার মুখে।

Intro:Body:

নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা



কাস্টিং কাউচ বলিউডের একটি ওপেন সিক্রেট। ব্যাপারটির অস্তিত্ব নিয়ে সন্দেহ না থাকলেও কেউ নিজের মুখে স্বীকার করতে চান না নিজের অভিজ্ঞতার কথা। বিদ্যা বালান প্রকাশ্যে আনলেন তাঁর অভিজ্ঞতা।



মুম্বই : বলিউডে আসার আগে দক্ষিণী ছবি করেছেন বিদ্যা। সেই সময়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছিল কিছু প্রতিকূল পরিস্থিতির। একটি ওয়েব পোর্টালে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বিদ্য়া।



চেন্নাইতে থাকার সময়ে এক পরিচালকের সঙ্গে মিটিং ফিক্স হয় বিদ্যার। বিদ্যা দেখা করতে চেয়েছিলেন একটি কফি শপে। তবে পরিচালক জোর করে বলেন যে, তিনি বিদ্যার সঙ্গে একান্তে কথা বলতে চান ও তাঁদের একটি হোটেলে দেখা করার প্রয়োজন।



অনামী বিদ্যা কোনও উপায় না দেখে রাজি হয়ে যান হোটেলে দেখা করতে। তবে হোটেল রুমে ঢুকে কথা বলাকালীন তিনি দরজাটা খুলে রাখেন। বিদ্যার এই জেশ্চার দেখে পাঁচ মিনিটের মধ্য়েই পরিচালক বেরিয়ে যান ঘর থেকে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার প্রত্যাশা পূরণ হবে না।



আপাতত 'মিশন মঙ্গল'-এর সাফল্যে ক্লাউড 9-এ বিদ্যা। ছবিটি 200 কোটি ক্লাবে ঢোকার মুখে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.