ETV Bharat / sitara

আত্মনির্ভরতা কাকে বলে ? লকডাউনে বুঝলেন বিদ্যা - বিদ্যা বালানের খবর

লকডাউনে একটা শিক্ষা হয়েছে বিদ্যা বালানের । জীবনে যে কোনওকিছুই অপরিহার্য নয়, সেটা এই বাড়িবন্দী অবস্থাতেই বুঝতে পেরেছেন অভিনেত্রী ।

vidya balan in lockdown
vidya balan in lockdown
author img

By

Published : May 4, 2020, 5:52 PM IST

মুম্বই : লকডাউনের ফলে আমাদের লাইফস্টাইল বদলেছে অনেকটা । সঙ্গে বদলেছে মানসিকতাও । ঠিক যেমন বিদ্যা বালান । এই লকডাউনে তাঁর উপলব্ধি যে, জীবনে কোনওকিছুই অপরিহার্য নয় ।

IANS-কে অভিনেত্রী বলেন, "এই কঠিন সময়ে আমি এটা বুঝতে পেরেছি যে আমি আত্মনির্ভর হতে পারি । সাধারণত আমরা অনেককিছুর উপর নির্ভর করি, তবে এখন বুঝতে পারছি যে, কোনওটাই অপরিহার্য নয় । এই চ্যালেঞ্জিং সময়ে আমার নিজেকে খুব ধন্য ও কৃতজ্ঞ মনে হচ্ছে জীবনের কাছে ।"

কোরোনা মোকাবিলায় একাধিক ফান্ডে অনুদান দিয়েছেন বিদ্যা । এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষগুলোর ।

vidya balan in lockdown
.

তিনি বললেন, "এই পরিস্থিতির মোকাবিলা করতে প্রত্যেকের যতটুকু করা সম্ভব করা উচিত । আমি CINTAA-তে অনুদান দিয়েছি, যারা কর্মহীন অভিনেতা ও টেকনিশিয়ানদের সাহায্য করছেন । এছাড়াও রোটি-ব্যাঙ্কে অনুদান দিয়েছি, যারা ভিনরাজ্য়ের আশ্রয়হীন দিনমজুরদের সাহায্য করছেন । স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিট জোগাড় করছি আমরা । এই মুহূর্তে এইসব নিয়েই ব্যস্ত আছি ।"

আপাতত বাড়িতে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রয়েছেন বিদ্যা । বাড়ির কাজ করছেন, রান্নাবান্না করছেন । কঠিন সময়ের মধ্যেও নিজেকে আনন্দে রাখার চেষ্টা করছেন ।

মুম্বই : লকডাউনের ফলে আমাদের লাইফস্টাইল বদলেছে অনেকটা । সঙ্গে বদলেছে মানসিকতাও । ঠিক যেমন বিদ্যা বালান । এই লকডাউনে তাঁর উপলব্ধি যে, জীবনে কোনওকিছুই অপরিহার্য নয় ।

IANS-কে অভিনেত্রী বলেন, "এই কঠিন সময়ে আমি এটা বুঝতে পেরেছি যে আমি আত্মনির্ভর হতে পারি । সাধারণত আমরা অনেককিছুর উপর নির্ভর করি, তবে এখন বুঝতে পারছি যে, কোনওটাই অপরিহার্য নয় । এই চ্যালেঞ্জিং সময়ে আমার নিজেকে খুব ধন্য ও কৃতজ্ঞ মনে হচ্ছে জীবনের কাছে ।"

কোরোনা মোকাবিলায় একাধিক ফান্ডে অনুদান দিয়েছেন বিদ্যা । এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষগুলোর ।

vidya balan in lockdown
.

তিনি বললেন, "এই পরিস্থিতির মোকাবিলা করতে প্রত্যেকের যতটুকু করা সম্ভব করা উচিত । আমি CINTAA-তে অনুদান দিয়েছি, যারা কর্মহীন অভিনেতা ও টেকনিশিয়ানদের সাহায্য করছেন । এছাড়াও রোটি-ব্যাঙ্কে অনুদান দিয়েছি, যারা ভিনরাজ্য়ের আশ্রয়হীন দিনমজুরদের সাহায্য করছেন । স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিট জোগাড় করছি আমরা । এই মুহূর্তে এইসব নিয়েই ব্যস্ত আছি ।"

আপাতত বাড়িতে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রয়েছেন বিদ্যা । বাড়ির কাজ করছেন, রান্নাবান্না করছেন । কঠিন সময়ের মধ্যেও নিজেকে আনন্দে রাখার চেষ্টা করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.