ETV Bharat / sitara

সানির লম্বা চুল দেখে প্রেমেই পড়ে গেলেন ভিকি - সানি কৌশলের খবর

ভাই সানি কৌশলের লম্বা চুল দেখে প্রায় প্রেমে পড়ে গেলেন ভিকি কৌশল । কী ছিল ভিকির ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া ?

Vicky kaushal to brother sunny kaushal
Vicky kaushal to brother sunny kaushal
author img

By

Published : Aug 24, 2020, 10:16 PM IST

মুম্বই : ভিকি আর সানি, দুই ভাই । তবে সানির লম্বা চুল দেখে একটি রোম্যান্টিক গান মনে পড়ে গেল অভিনেতার ।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি । সেখানে বারান্দায় দাঁড়িয়ে সানি । হাওয়ায় উড়ছে তাঁর লম্বা চুল । আঙুল দিয়ে চুলগুলোকে বেশ আদর করছেন অভিনেতা ।

এই দেখে ভিকির প্রতিক্রিয়া, "উফফফ"...হ্যাঁ, ক্যাপশনে তিনি এমনটাই লিখেছেন ।

ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তখন গান চলছে "তেরে জ়ুলফোঁ কে অ্যা নমিঁ, তেরে আঁখো কা ইয়ে নেশা..." আদ্যোপান্ত রোম্যান্টিক একটা গান ।

সোশাল মিডিয়ায় ভাইরাল সানির ভিডিয়ো । দেখে নিন...

ভিকিকে শেষ দেখা গেছে, 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' ছবিতে । ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও অভিনেতার জনপ্রিয়তা একটুও টাল খায়নি তাতে । তাঁর হাতে এখন অনেক কাজ । সুজিত সরকারের 'সর্দার উধাম সিং', মেঘনা গুলজ়ারের পরবর্তী প্রোজেক্টে দেখা যাবে ভিকিকে । অন্যদিকে সানিকে দেখা গেছে অ্যামাজ়ন প্রাইমের ওয়েব সিরিজ় 'ফরগটন আর্মি : আজ়াদি কে লিয়ে' ।

মুম্বই : ভিকি আর সানি, দুই ভাই । তবে সানির লম্বা চুল দেখে একটি রোম্যান্টিক গান মনে পড়ে গেল অভিনেতার ।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি । সেখানে বারান্দায় দাঁড়িয়ে সানি । হাওয়ায় উড়ছে তাঁর লম্বা চুল । আঙুল দিয়ে চুলগুলোকে বেশ আদর করছেন অভিনেতা ।

এই দেখে ভিকির প্রতিক্রিয়া, "উফফফ"...হ্যাঁ, ক্যাপশনে তিনি এমনটাই লিখেছেন ।

ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে তখন গান চলছে "তেরে জ়ুলফোঁ কে অ্যা নমিঁ, তেরে আঁখো কা ইয়ে নেশা..." আদ্যোপান্ত রোম্যান্টিক একটা গান ।

সোশাল মিডিয়ায় ভাইরাল সানির ভিডিয়ো । দেখে নিন...

ভিকিকে শেষ দেখা গেছে, 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' ছবিতে । ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও অভিনেতার জনপ্রিয়তা একটুও টাল খায়নি তাতে । তাঁর হাতে এখন অনেক কাজ । সুজিত সরকারের 'সর্দার উধাম সিং', মেঘনা গুলজ়ারের পরবর্তী প্রোজেক্টে দেখা যাবে ভিকিকে । অন্যদিকে সানিকে দেখা গেছে অ্যামাজ়ন প্রাইমের ওয়েব সিরিজ় 'ফরগটন আর্মি : আজ়াদি কে লিয়ে' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.