মুম্বই : ভিকির জনপ্রিয়তার সঙ্গে আর আলাদা করে পরিচয় করাতে হবে না । বিশেষ করে 'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক'-এর পর বলিউডের প্রথম সারির অভিনেতার মধ্যে উঠে এসেছেন তিনি । তবে তিনি যখন ছোটো ছিলেন তখন তাঁরও ক্রাশ ছিল আর পাঁচজন সাধারণ মানুষের মতো । কে তিনি ?
এক ফ্যানের এই প্রশ্নে ভিকির উত্তর, মাধুরী দীক্ষিত । মাধুরীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেতা বুঝিয়ে দিলেন তাঁর উত্তর ।
লকডাউনের মধ্যে ফ্যানেদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য সেলেব্রিটিদের সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি বেড়েছে । প্রতিদিন শেয়ার করা হচ্ছে কোয়ারেন্টাইন ডায়েরি, চলছে লাইভ চ্যাট, প্রশ্নোত্তর পর্ব । ভিকিও একইভাবে শুরু করেছিলেন একটা প্রশ্নোত্তর পর্ব । সেখানেই এক ফ্যান তাঁকে এই প্রশ্ন করেন । জানতে চান, "বলিউডে আপনার প্রথম ক্রাশ কে ছিলেন ?"
উত্তরে ভিকি সেই ছবি শেয়ার করেন । তারপর এক ফ্যান প্রশ্ন করেন যে, এখনও অবধি তাঁর করা সবথেকে চ্যালেঞ্জিং রোল কোনটা ছিল ? এই প্রশ্ন ভিকি 'রমন রাঘব 2.0'-এর একটি পোস্টার শেয়ার করেন । ছবিতে ভিকি ও নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির অভিনয় সত্যিই মনে রাখার মতো । এছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর দেন ভিকি এদিন ।
আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলিউড হার্টথ্রব । সবার উদ্দেশে তাঁর পরামর্শ, "এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় ব্য়াপার, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">