ETV Bharat / sitara

Vickat Wedding Pics : ক্যাটরিনা শুধু ভিকিরই, ছবিই তার প্রমাণ - Vicky Kaushal and Katrina Kaif Share Wedding Photos

অবশেষে সামনে এল ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের রাজকীয় বিয়ের ছবি (Vicky Kaushal & Katrina Kaif) ৷ যে ছবি দেখে চোখ সরছে না আপামর ভিক্যাটের অনুরাগীদের ৷

Vickat Wedding Pics
ভিক্যাটের বিয়ের ছবি
author img

By

Published : Dec 9, 2021, 9:25 PM IST

জয়পুর, 9 ডিসেম্বর : অনুরাগীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল ৷ অবশেষে সামনে এল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের ছবি ৷ যে ছবি দেখে চোখ সরছে না আপামর ভিকি ক্যাটের অনুরাগীদের ৷ ইনস্টাগ্রামে নিজেরাই বিয়ের ছবি শেয়ার করলেন নবদম্পতি (Vickat Wedding Pics ) ৷ দেখে নিন রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্সেস দুর্গে সেই চোখ ধাঁধাঁনো বিয়ের কিছু ছবি ৷

একটি দুটি নয় ৷ চার চারটি ছবি শেয়ার করেছেন ভিক্যাট (Vicky Kaushal and Katrina Kaif Share Wedding Photos) ৷ প্রথম ছবিতে দেখা যাচ্ছে ভিকির গলায় মালা দিচ্ছেন বলি সুন্দরী ৷ দু'জনের মুখেই চওড়া হাসি ৷ প্রেম ছাদনাতলা পর্যন্ত পৌঁছনোর আনন্দ ধরছে না যুগলের ৷ পুরো পাঞ্জাবি মতে হয়েছে এই বিয়ে ৷ বর বধূ দু'জনের সাজে রয়েছে রাজস্থানী ছোঁয়া ৷

Vickat Wedding Pics
অবশেষে ভিকির গলাতেই মালা দিলেন ক্যাটরিনা

দ্বিতীয় ছবিটি সাতপাকে ঘোরার মুহূর্ত ৷ ক্যাটরিনার হাতে হাত ভিকির ৷ দু'জনের মুখে স্মিত হাসি ৷ অগ্নিসাক্ষী রেখে সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন বলিউডের এই নতুন পাওয়ার কাপল ৷

Vickat Wedding Pics
বিয়ের মণ্ডপে হাসিমুখে নবদম্পতি

প্রেম নিয়ে ছিল চূড়ান্ত গোপনীয়তা ৷ বিয়ের সানাই বেজে গেলেও টুঁ শব্দটি করেননি ভিকি বা ক্যাটরিনা কেউই ৷ একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি একা ৷ আজ আর তিনি একা নন ৷ ভিকি কৌশলের নববধূ ৷ যাঁর সৌন্দর্য থেকে চোখ সরাতে পারছেন না ভিকি ৷

Vickat Wedding Pics
নববধূর থেকে চোখ সরছে না ভিকির

আরও পড়ুন : VicKat Wedding : লাল লেহঙ্গায় সেজে ভিকি'র বধূ হলেন ক্যাট

জয়পুর, 9 ডিসেম্বর : অনুরাগীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল ৷ অবশেষে সামনে এল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের ছবি ৷ যে ছবি দেখে চোখ সরছে না আপামর ভিকি ক্যাটের অনুরাগীদের ৷ ইনস্টাগ্রামে নিজেরাই বিয়ের ছবি শেয়ার করলেন নবদম্পতি (Vickat Wedding Pics ) ৷ দেখে নিন রাজস্থানের সোয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্সেস দুর্গে সেই চোখ ধাঁধাঁনো বিয়ের কিছু ছবি ৷

একটি দুটি নয় ৷ চার চারটি ছবি শেয়ার করেছেন ভিক্যাট (Vicky Kaushal and Katrina Kaif Share Wedding Photos) ৷ প্রথম ছবিতে দেখা যাচ্ছে ভিকির গলায় মালা দিচ্ছেন বলি সুন্দরী ৷ দু'জনের মুখেই চওড়া হাসি ৷ প্রেম ছাদনাতলা পর্যন্ত পৌঁছনোর আনন্দ ধরছে না যুগলের ৷ পুরো পাঞ্জাবি মতে হয়েছে এই বিয়ে ৷ বর বধূ দু'জনের সাজে রয়েছে রাজস্থানী ছোঁয়া ৷

Vickat Wedding Pics
অবশেষে ভিকির গলাতেই মালা দিলেন ক্যাটরিনা

দ্বিতীয় ছবিটি সাতপাকে ঘোরার মুহূর্ত ৷ ক্যাটরিনার হাতে হাত ভিকির ৷ দু'জনের মুখে স্মিত হাসি ৷ অগ্নিসাক্ষী রেখে সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন বলিউডের এই নতুন পাওয়ার কাপল ৷

Vickat Wedding Pics
বিয়ের মণ্ডপে হাসিমুখে নবদম্পতি

প্রেম নিয়ে ছিল চূড়ান্ত গোপনীয়তা ৷ বিয়ের সানাই বেজে গেলেও টুঁ শব্দটি করেননি ভিকি বা ক্যাটরিনা কেউই ৷ একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি একা ৷ আজ আর তিনি একা নন ৷ ভিকি কৌশলের নববধূ ৷ যাঁর সৌন্দর্য থেকে চোখ সরাতে পারছেন না ভিকি ৷

Vickat Wedding Pics
নববধূর থেকে চোখ সরছে না ভিকির

আরও পড়ুন : VicKat Wedding : লাল লেহঙ্গায় সেজে ভিকি'র বধূ হলেন ক্যাট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.