ETV Bharat / sitara

Vicky Katrina wedding: বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানে, কেন? - Chauth Mata temple

বিয়ের (Vicky Katrina wedding) আগেই রাজস্থানে অভিযোগ দায়ের (complaint against vicky katrina) হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে (complaint against vicky kaushal katrina kaif)৷ এক আইনজীবী তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ৷

vicky-katrina-wedding-complaint-filed-against-katrina kaif vicky kaushal-in-rajasthan
বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানে, কেন?
author img

By

Published : Dec 7, 2021, 11:37 AM IST

Updated : Dec 7, 2021, 12:50 PM IST

জয়পুর, 7 ডিসেম্বর : বিয়ের সানাই বাজার আগেই তাল কাটল রাজস্থানে ৷ আইনি গেরোয় জড়ালেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটির বিরুদ্ধে অভিযোগ (complaint against vicky kaushal and katrina kaif) দায়ের করেছেন রাজস্থানের এক আইনজীবী (Rajasthan-based advocate)৷

কেন অভিযোগ ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে ?

সোয়াই মাধোপুর জেলায় বলিউডের তারকা জুটির রাজকীয় বিয়ের (vicky kaushal-katrina kaif latest news) জন্য 6-12 ডিসেম্বর চৌথ মাতা মন্দিরে (Chauth Mata temple) যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে ৷ সে জন্য বহু ভক্ত সমস্যায় পড়েছেন বলে অভিযোগ ৷ আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন এই নিয়ে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ (complaint against vicky katrina) ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে ভক্তদের কথা মাথায় রেখে ওই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অভিযোগকারী আইনজীবী ৷

আরও পড়ুন: Vicky Katrina wedding: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট

তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন, "চৌথ কা বারওয়ারায় শতাব্দী প্রাচীন ঐতিহাসিক চৌথ মাতা মন্দির রয়েছে ৷ প্রতিদিন শয়ে শয়ে পুণ্যার্থী সেখানে যান ও পুজো দেন ৷ সেই মন্দিরে যাওয়ার পথেই পড়ে সিক্স সেনসেস ৷ ডিস্ট্রিক্ট কালেক্টরের তত্ত্বাবধানে 6-12 ডিসেম্বর মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন হোটেলের ম্যানেজার ৷ এ জন্য পুণ্যার্থীরা মন্দিরে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ আগামী 6 দিন হোটেল সিক্স সেনসেস থেকে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের ভাবাবেগের কথা মাথায় রেখে হোটেল সিক্স সেনসেসের সামনে থেকে চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা খুলে দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: Vicky Katrina wedding : সাদা শাড়ি, খোলা চুল ; বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা

আজ থেকেই রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের পর্ব (Vicky Katrina wedding) শুরু হচ্ছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)৷ সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷ বিয়ের আগে 1500 ফিট উচ্চতায় রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন ত্রিনেত্র গণেশ মন্দিরে তাঁরা পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ?

জয়পুর, 7 ডিসেম্বর : বিয়ের সানাই বাজার আগেই তাল কাটল রাজস্থানে ৷ আইনি গেরোয় জড়ালেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে তারকা জুটির বিরুদ্ধে অভিযোগ (complaint against vicky kaushal and katrina kaif) দায়ের করেছেন রাজস্থানের এক আইনজীবী (Rajasthan-based advocate)৷

কেন অভিযোগ ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে ?

সোয়াই মাধোপুর জেলায় বলিউডের তারকা জুটির রাজকীয় বিয়ের (vicky kaushal-katrina kaif latest news) জন্য 6-12 ডিসেম্বর চৌথ মাতা মন্দিরে (Chauth Mata temple) যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে ৷ সে জন্য বহু ভক্ত সমস্যায় পড়েছেন বলে অভিযোগ ৷ আইনজীবী নৈত্রবিন্দ সিং জাদোউন এই নিয়ে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারার ম্যানেজার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ (complaint against vicky katrina) ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে ভক্তদের কথা মাথায় রেখে ওই রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অভিযোগকারী আইনজীবী ৷

আরও পড়ুন: Vicky Katrina wedding: রাজস্থানে আজ থেকে শুরু বিয়ের পর্ব, ত্রিনেত্র গণেশের দ্বারে ভিকি-ক্যাট

তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন, "চৌথ কা বারওয়ারায় শতাব্দী প্রাচীন ঐতিহাসিক চৌথ মাতা মন্দির রয়েছে ৷ প্রতিদিন শয়ে শয়ে পুণ্যার্থী সেখানে যান ও পুজো দেন ৷ সেই মন্দিরে যাওয়ার পথেই পড়ে সিক্স সেনসেস ৷ ডিস্ট্রিক্ট কালেক্টরের তত্ত্বাবধানে 6-12 ডিসেম্বর মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন হোটেলের ম্যানেজার ৷ এ জন্য পুণ্যার্থীরা মন্দিরে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ আগামী 6 দিন হোটেল সিক্স সেনসেস থেকে মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের ভাবাবেগের কথা মাথায় রেখে হোটেল সিক্স সেনসেসের সামনে থেকে চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা খুলে দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: Vicky Katrina wedding : সাদা শাড়ি, খোলা চুল ; বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা

আজ থেকেই রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের পর্ব (Vicky Katrina wedding) শুরু হচ্ছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)৷ সোমবার রাতে সপরিবার জয়পুর পৌঁছে গিয়েছেন তাঁরা ৷ বিয়ের আগে 1500 ফিট উচ্চতায় রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন ত্রিনেত্র গণেশ মন্দিরে তাঁরা পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ?

Last Updated : Dec 7, 2021, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.