ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে 'ফ্যান'দের সঙ্গে গল্প করলেন ভিকি, সাড়া পেলেন কি ? - ভিকি কৌশলের খবর

না এই ফ্য়ান মানে অনুরাগী নয় । এই ফ্যান হল যান্ত্রিক ফ্যান, যা আমাদের মাথার উপর ঘুরছে প্রতিদিন ।

Vickey kaushal quarantine
Vickey kaushal quarantine
author img

By

Published : Apr 3, 2020, 8:59 PM IST

মুম্বই : কোয়ারেন্টাইনে প্রত্যেক সেলেব্রিটিদেরই বাড়ির কাজ নিজেকেই করতে হচ্ছে । কেউ রান্না করছেন তো কেউ বাসন মাজছেন, কেউ ঘর মুছছেন তো কেউ ওয়াড্রোব গোছাচ্ছেন । ভিকি কী করলেন ?

কোয়ারেন্টাইনে ফ্যান পরিষ্কার করলেন ভিকি । তাও আবার টুল ছাড়াই । যত্ন করে ফ্যানের ব্লেড পরিষ্কার করতে করতে ভিকি হিন্দিতে বললেন, "যার ছেলে লম্বা, তারও অনেক কাজ, পাখা পরিষ্কার করিয়ে নাও, টুল আর কী কাজ.." বলিউডের এক জনপ্রিয় গান, 'জিসকি বিবি মোটি'-র অনুকরণে মজা করে ভিকির বলা এই কথায় বেশ আনন্দ পেয়েছেন তাঁর ভক্তরা ।

ক্যাপশনে অভিনেতার মশকরা, "আজ একটু ফ্য়ানেদের সঙ্গে গল্প করব ভাবলাম..." এই ফ্যান মানে কিন্তু ওই মাথায় ঝুলে থাকা যান্ত্রিক ফ্যান ।

ভিকির এই পোস্ট মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায় । অভিনেতাদের তো এমন বেশে দেখা যায় না খুব একটা । এই আনইউশুয়াল দৃশ্য একেবারে হট কচুরির মতো ছড়িয়ে পড়ল ভার্চুয়াল দুনিয়ায়..

দেখে নিন..

মুম্বই : কোয়ারেন্টাইনে প্রত্যেক সেলেব্রিটিদেরই বাড়ির কাজ নিজেকেই করতে হচ্ছে । কেউ রান্না করছেন তো কেউ বাসন মাজছেন, কেউ ঘর মুছছেন তো কেউ ওয়াড্রোব গোছাচ্ছেন । ভিকি কী করলেন ?

কোয়ারেন্টাইনে ফ্যান পরিষ্কার করলেন ভিকি । তাও আবার টুল ছাড়াই । যত্ন করে ফ্যানের ব্লেড পরিষ্কার করতে করতে ভিকি হিন্দিতে বললেন, "যার ছেলে লম্বা, তারও অনেক কাজ, পাখা পরিষ্কার করিয়ে নাও, টুল আর কী কাজ.." বলিউডের এক জনপ্রিয় গান, 'জিসকি বিবি মোটি'-র অনুকরণে মজা করে ভিকির বলা এই কথায় বেশ আনন্দ পেয়েছেন তাঁর ভক্তরা ।

ক্যাপশনে অভিনেতার মশকরা, "আজ একটু ফ্য়ানেদের সঙ্গে গল্প করব ভাবলাম..." এই ফ্যান মানে কিন্তু ওই মাথায় ঝুলে থাকা যান্ত্রিক ফ্যান ।

ভিকির এই পোস্ট মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায় । অভিনেতাদের তো এমন বেশে দেখা যায় না খুব একটা । এই আনইউশুয়াল দৃশ্য একেবারে হট কচুরির মতো ছড়িয়ে পড়ল ভার্চুয়াল দুনিয়ায়..

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.