ETV Bharat / sitara

'সুপার ৩০'-র প্রশংসায় উপরাষ্ট্রপতি - film

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির পর এবার 'সুপার ৩০'-র প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।

'সুপার ৩০'-র প্রশংসায় উপরাষ্ট্রপতি
author img

By

Published : Jul 18, 2019, 12:49 PM IST

দিল্লি : বলিউড স্টার হৃতিকের 'সুপার ৩০'-র প্রশংসা এখন সকলের মুখে মুখে । বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি । অনেক রাজনীতিবিদ ও প্রশংসা করেছেন ছবিটির । এবার সেই তালিকায় নাম জুড়লেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও । 'সুপার ৩০' দেখে প্রশংসা করলেন তিনি ।

  • Happy to have watched the movie ‘Super 30’ along with the lead actor of the film Shri Hrithik Roshan, Producer Shri Sajid Nadiadwala, Shri Anand Kumar and my family members, at Uprashtrapati Bhawan, in New Delhi today. @iHrithik @teacheranand #Super30 pic.twitter.com/r8pt5mWFhS

    — VicePresidentOfIndia (@VPSecretariat) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গণিতবিদ আনন্দ কুমারের জীবনের উপর বানানো মোটিভেশনাল ফিল্ম 'সুপার ৩০' দেখলেন । ছবির প্রযোজক, অভিনেতা, আনন্দ কুমার ও তাঁর নিজের পরিবারের সঙ্গে ছবিটি দেখার পর সোশাল মিডিয়ায় তা শেয়ারও করলেন তিনি ।

ছবিটি দেখার পর এক সাক্ষাৎকারে উপরাষ্ট্রপতি বলেন, "আনন্দ কুমার গরীব বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন । আমি তা থেকে প্রভাবিত হয়েছি ।"

ভেঙ্কাইয়া নাইডু আরও বলেন, "এই সম্মানীয় কাজের জন্য তিনি সবার কাছে প্রশংসা পাওয়ার যোগ্য ।"

'সুপার ৩০'-তে গণিতবিদ আনন্দ কুমারের জীবন দেখানো হয়েছে । যেখানে টপ ইনস্টিটিউটে পড়ানো থেকে গরীব বাচ্চাদের পড়ানো, নিজের কোচিং সেন্টার খোলা, বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই সবকিছুকে তুলে ধরা হয়েছে ।

  • I also laud efforts of Shri Anand for starting #Super30 coaching centre & appreciate his efforts in tracking talented students from economically backward sections of society & for honing their skills by providing training. @iHrithik @teacheranand pic.twitter.com/y8MYX9n7ob

    — VicePresidentOfIndia (@VPSecretariat) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি : বলিউড স্টার হৃতিকের 'সুপার ৩০'-র প্রশংসা এখন সকলের মুখে মুখে । বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি । অনেক রাজনীতিবিদ ও প্রশংসা করেছেন ছবিটির । এবার সেই তালিকায় নাম জুড়লেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও । 'সুপার ৩০' দেখে প্রশংসা করলেন তিনি ।

  • Happy to have watched the movie ‘Super 30’ along with the lead actor of the film Shri Hrithik Roshan, Producer Shri Sajid Nadiadwala, Shri Anand Kumar and my family members, at Uprashtrapati Bhawan, in New Delhi today. @iHrithik @teacheranand #Super30 pic.twitter.com/r8pt5mWFhS

    — VicePresidentOfIndia (@VPSecretariat) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গণিতবিদ আনন্দ কুমারের জীবনের উপর বানানো মোটিভেশনাল ফিল্ম 'সুপার ৩০' দেখলেন । ছবির প্রযোজক, অভিনেতা, আনন্দ কুমার ও তাঁর নিজের পরিবারের সঙ্গে ছবিটি দেখার পর সোশাল মিডিয়ায় তা শেয়ারও করলেন তিনি ।

ছবিটি দেখার পর এক সাক্ষাৎকারে উপরাষ্ট্রপতি বলেন, "আনন্দ কুমার গরীব বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন । আমি তা থেকে প্রভাবিত হয়েছি ।"

ভেঙ্কাইয়া নাইডু আরও বলেন, "এই সম্মানীয় কাজের জন্য তিনি সবার কাছে প্রশংসা পাওয়ার যোগ্য ।"

'সুপার ৩০'-তে গণিতবিদ আনন্দ কুমারের জীবন দেখানো হয়েছে । যেখানে টপ ইনস্টিটিউটে পড়ানো থেকে গরীব বাচ্চাদের পড়ানো, নিজের কোচিং সেন্টার খোলা, বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই সবকিছুকে তুলে ধরা হয়েছে ।

  • I also laud efforts of Shri Anand for starting #Super30 coaching centre & appreciate his efforts in tracking talented students from economically backward sections of society & for honing their skills by providing training. @iHrithik @teacheranand pic.twitter.com/y8MYX9n7ob

    — VicePresidentOfIndia (@VPSecretariat) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

VC praise super 30


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.