ETV Bharat / sitara

প্রয়াত 'শোলে'-র কালিয়া - Viju Khote

প্রয়াত অভিনেতা বিজু খোটে । অভিনয় করেছেন 'শোলে', 'আন্দাজ় আপনা আপনা', 'কয়ামত সে কয়ামত তক' সহ একাধিক সিনেমায় ।

বিজু খোটে
author img

By

Published : Sep 30, 2019, 12:24 PM IST

Updated : Sep 30, 2019, 1:05 PM IST

মুম্বই : মুম্বই : প্রয়াত 'শোলে' খ্যাত অভিনেতা বিজু খোটে । বয়স হয়েছিল ৭৭ বছর । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । আজ সকালে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । 'শোলে' ছবিতে 'কালিয়া'-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

১৯৬৪ সালে 'ইয়ে মালাক' তাঁর ডেবিউ ছবি । তারপর একে একে 'শোলে', 'আন্দাজ় আপনা আপনা', 'কুরবানি', 'কার্জ়', 'নাগিনা', 'চায়না গেট'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৫০ বছরের ক্যারিয়ারে মোট ৩০০ টি ছবিতে অভিনয় করেছেন । এছাড়া একাধিক মারাঠি ছবিতেও দেখা গেছে তাঁকে । সিনেমার পাশাপাশি থিয়েটার ও টেলিভিশন শোতেও অভিনয় করেছেন ।

শেষবার 'জানে কিউ দে ইয়ারোঁ' ছবিতে অভিনয় করেছিলেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের ।

মুম্বই : মুম্বই : প্রয়াত 'শোলে' খ্যাত অভিনেতা বিজু খোটে । বয়স হয়েছিল ৭৭ বছর । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । আজ সকালে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । 'শোলে' ছবিতে 'কালিয়া'-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

১৯৬৪ সালে 'ইয়ে মালাক' তাঁর ডেবিউ ছবি । তারপর একে একে 'শোলে', 'আন্দাজ় আপনা আপনা', 'কুরবানি', 'কার্জ়', 'নাগিনা', 'চায়না গেট'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৫০ বছরের ক্যারিয়ারে মোট ৩০০ টি ছবিতে অভিনয় করেছেন । এছাড়া একাধিক মারাঠি ছবিতেও দেখা গেছে তাঁকে । সিনেমার পাশাপাশি থিয়েটার ও টেলিভিশন শোতেও অভিনয় করেছেন ।

শেষবার 'জানে কিউ দে ইয়ারোঁ' ছবিতে অভিনয় করেছিলেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের ।

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 30, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.