ETV Bharat / sitara

Saira Banu : 9 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে সায়রা বানু - বাড়ি ফিরলেন সায়রা বানু

28 অগস্ট মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সায়রা বানুকে ৷ তাঁর পারিবারিক বন্ধু ফয়জন ফারুকি জানিয়েছেন, বর্ষীয়ান এই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তিনি এখন ভাল আছেন ৷

Saira Banu health update
Saira Banu health update
author img

By

Published : Sep 6, 2021, 10:47 AM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর : 9 দিন হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু ৷ তিনি এখন ভাল রয়েছেন ৷ জানালেন অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি ৷

শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং হাই সুগারের সমস্যা নিয়ে 28 অগস্ট সায়রা বানু ভর্তি হয়েছিলেন হাসপাতালে ৷ অভিনেত্রীকে নিয়ে উদ্বেগ বাড়ছিল তাঁর অনুরাগীদের ৷ চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছিলেন, সেরে উঠছেন 77 বছরের এই অভিনেত্রী ৷ অবশেষে গতকাল বাড়ি ফেরেন তিনি ৷

সেই খবর জানিয়ে গতকাল টুইট করেন ফারুকি ৷ তিনি বলেন, "বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন সায়রাজি ৷ আপনাদের সকলকে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার জন্য ধন্যবাদ ৷"

  • #SairaBanu ji is back home. Discharged from the hospital. Doing well. Resting. Your love and prayers are truly appreciated. 🙏

    — faisal farooqui (@FAISALmouthshut) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সায়রা বানুর স্বামী তথা বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার 7 জুলাই প্রয়াত হয়েছেন ৷ তাঁরা দু'জনে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে রয়েছে সাগিনা, গোপী ৷ 1966 সালে তাঁরা বিয়ে করেন ৷ দীর্ঘ 54 বছর একসঙ্গে কাটাবার পর দিলীপ কুমারে প্রয়াণে সেই বন্ধন ছিন্ন হয় ৷ তবে তাঁদের প্রেমকাহিনি বিভিন্ন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা ৷ সুখে-দুঃখে-অসুস্থতায় সবসময় কাছাকাছি থাকতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে ৷ দিলীপ কুমার যখন শয্যাশায়ী, তখন তাঁর যত্ন-আত্তির কোনও ত্রুটি রাখেননি সায়রা বানু ৷ পাশাপাশি প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার নিয়মিত আপডেটও তিনি সোশ্যাল মিডিয়ায় দিতেন ৷

এই সংক্রান্ত খবর : অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

মুম্বই, 6 সেপ্টেম্বর : 9 দিন হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু ৷ তিনি এখন ভাল রয়েছেন ৷ জানালেন অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি ৷

শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং হাই সুগারের সমস্যা নিয়ে 28 অগস্ট সায়রা বানু ভর্তি হয়েছিলেন হাসপাতালে ৷ অভিনেত্রীকে নিয়ে উদ্বেগ বাড়ছিল তাঁর অনুরাগীদের ৷ চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছিলেন, সেরে উঠছেন 77 বছরের এই অভিনেত্রী ৷ অবশেষে গতকাল বাড়ি ফেরেন তিনি ৷

সেই খবর জানিয়ে গতকাল টুইট করেন ফারুকি ৷ তিনি বলেন, "বাড়িতে ফিরে বিশ্রামে রয়েছেন সায়রাজি ৷ আপনাদের সকলকে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার জন্য ধন্যবাদ ৷"

  • #SairaBanu ji is back home. Discharged from the hospital. Doing well. Resting. Your love and prayers are truly appreciated. 🙏

    — faisal farooqui (@FAISALmouthshut) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সায়রা বানুর স্বামী তথা বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার 7 জুলাই প্রয়াত হয়েছেন ৷ তাঁরা দু'জনে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে রয়েছে সাগিনা, গোপী ৷ 1966 সালে তাঁরা বিয়ে করেন ৷ দীর্ঘ 54 বছর একসঙ্গে কাটাবার পর দিলীপ কুমারে প্রয়াণে সেই বন্ধন ছিন্ন হয় ৷ তবে তাঁদের প্রেমকাহিনি বিভিন্ন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা ৷ সুখে-দুঃখে-অসুস্থতায় সবসময় কাছাকাছি থাকতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে ৷ দিলীপ কুমার যখন শয্যাশায়ী, তখন তাঁর যত্ন-আত্তির কোনও ত্রুটি রাখেননি সায়রা বানু ৷ পাশাপাশি প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার নিয়মিত আপডেটও তিনি সোশ্যাল মিডিয়ায় দিতেন ৷

এই সংক্রান্ত খবর : অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.