মুম্বই : কোরোনায় পরিস্থিতির মধ্যে সিনেমা হল বন্ধ থাকায় একাধিক বিগ বাজেটের হিন্দি ছবি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে । তার মধ্যে রয়েছে, 'গুলাবো সিতাবো', 'শকুন্তলা দেবী' ও 'বিগ বুল'-এর মতো ছবি । আর এবার মুক্তি পেতে চলেছে আরও একঝাঁক ছবি । সেখানে হিন্দির পাশাপাশি রয়েছে তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ছবিও ।
অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে তিনটি হিন্দি ছবি । 'কুলি নম্বর 1', 'ছলাং' ও 'দুর্গাবতী'।
13 নভেম্বর মুক্তি পাবে 'ছলাং'। এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নুসরত ভারুচাকে । পরিচালনা করেছেন হনসল মেহতা । যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ ।
ভূমি পেদনেকর অভিনীত 'দুর্গাবতী' মুক্তি পাবে 11 ডিসেম্বর । ছবিটি পরিচালনা করেছেন অশোক । একজন সাধারণ ও নির্দোষ সরকারী অফিসারের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে । এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয় সে । কীভাবে সেই পরিস্থিতি সে কাটিয়ে ওঠে তাই ফুটে উঠবে ছবিতে ।
25 ডিসেম্বর মুক্তি পাবে 'কুলি নম্বর 1'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ধাওয়ান । এছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, জনি লিভার, রাজপাল যাদব । এই ছবি আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক ।
প্রায় সাত মাস পর 15 অক্টোবর খুলছে সিনেমা হলের দরজা । তা সত্ত্বেও হলের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবিগুলি । আসলে হল খুললেও কোরোনা পরিস্থিতির মধ্যে দর্শকদের সংখ্যা নিয়ে সংশয় রয়েছে ছবি নির্মাতাদের মনে । তাই হলের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মেই তাঁরা ছবিগুলি রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান সিনে প্রেমীদের ।