ETV Bharat / sitara

খাদে ঝুলে রয়েছে গাড়ি, কোনওরকমে রক্ষা পেলেন বরুণ - Coolie No. 1

'কুলি নম্বর ১'-এর একটি স্টান্ট দৃশ্যর শুটিং চলছিল । সে সময় খাদের ধারে ঝুলে থাকা গাড়িতে আটকে পড়েন বরুণ ধাওয়ান । পরে অবশ্য নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন ।

Coolie
gdz
author img

By

Published : Nov 27, 2019, 5:13 PM IST

মুম্বই : এখন 'কুলি নম্বর ১'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান । আর সেখানে একটি স্টান্ট দৃশ্যে অভিনয় করছিলেন তিনি । স্টান্টটি ভুল হওয়ায় সমস্যায় পড়েছিলেন । যদিও তিনি জখম হননি বলে জানা গেছে ।

দিনটা ছিল রবিবার । পুনের একটি এলাকায় চলছিল ছবির শুটিং । দৃশ্যটি এরকম ছিল যে একটি ঝুলন্ত গাড়ির মধ্যে বরুণ বসে থাকবেন । আর সেখান থেকে তাঁর ক্লোজ় শট নেওয়া হবে । সেই মতো লাল রঙের একটি গাড়ি বসেছিলেন বরুণ । গাড়িটি খাদের ধারে ঝুলছিল । আর ওই গাড়ির মধ্যে আটকে পড়েছিলেন বরুণ । গাড়ির দরজা আটকে যাওয়ায় সেখান থেকে বের হতে পারছিলেন না তিনি । তবে সে সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রেখছিলেন । পরে অবশ্য বরাত জোরে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন ।

শটটি দেওয়ার সময়ই বরুণ বুঝতে পারেন গাড়ির দরজা আটকে গেছে । শুটিংয়ে উপস্থিত এক ব্যক্তি বলেন, "এই দৃশ্যটি বহুবার মহড়া দেওয়া হয়েছিল । নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থাও নেওয়া হয় । কিন্তু, এই একটা ঘটনা পুরো বিষয়টিকে বরবাদ করে দেয় । বিষয়টি বুঝতে পেরেই সবাই তাঁকে নিরাপদে গাড়ি থেকে বের করার চেষ্টা করেন । তবে উত্তেজিত না হয়ে শান্তভাবে গাড়িতেই বসেছিলেন বরুণ । স্টান্ট কোঅর্ডিনেটারের প্রচেষ্টায় সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন ।"

'কুলি নম্বর ১' ছবিটি মুক্তি পেয়েছিল 1995 সালে । সেখানে অভিনয় করেছিলেন গোবিন্দা । পরিচালনায় ছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান । সেই ছবিটির রিমেক করা হচ্ছে । গোবিন্দার চরিত্রে অভিনয় করছেন বরুণ । আর করিশ্মার চরিত্রে সারা আলি খান ।

সব ঠিক থাকলে আগামী বছর 1 মে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : এখন 'কুলি নম্বর ১'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান । আর সেখানে একটি স্টান্ট দৃশ্যে অভিনয় করছিলেন তিনি । স্টান্টটি ভুল হওয়ায় সমস্যায় পড়েছিলেন । যদিও তিনি জখম হননি বলে জানা গেছে ।

দিনটা ছিল রবিবার । পুনের একটি এলাকায় চলছিল ছবির শুটিং । দৃশ্যটি এরকম ছিল যে একটি ঝুলন্ত গাড়ির মধ্যে বরুণ বসে থাকবেন । আর সেখান থেকে তাঁর ক্লোজ় শট নেওয়া হবে । সেই মতো লাল রঙের একটি গাড়ি বসেছিলেন বরুণ । গাড়িটি খাদের ধারে ঝুলছিল । আর ওই গাড়ির মধ্যে আটকে পড়েছিলেন বরুণ । গাড়ির দরজা আটকে যাওয়ায় সেখান থেকে বের হতে পারছিলেন না তিনি । তবে সে সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রেখছিলেন । পরে অবশ্য বরাত জোরে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসেন ।

শটটি দেওয়ার সময়ই বরুণ বুঝতে পারেন গাড়ির দরজা আটকে গেছে । শুটিংয়ে উপস্থিত এক ব্যক্তি বলেন, "এই দৃশ্যটি বহুবার মহড়া দেওয়া হয়েছিল । নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থাও নেওয়া হয় । কিন্তু, এই একটা ঘটনা পুরো বিষয়টিকে বরবাদ করে দেয় । বিষয়টি বুঝতে পেরেই সবাই তাঁকে নিরাপদে গাড়ি থেকে বের করার চেষ্টা করেন । তবে উত্তেজিত না হয়ে শান্তভাবে গাড়িতেই বসেছিলেন বরুণ । স্টান্ট কোঅর্ডিনেটারের প্রচেষ্টায় সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন ।"

'কুলি নম্বর ১' ছবিটি মুক্তি পেয়েছিল 1995 সালে । সেখানে অভিনয় করেছিলেন গোবিন্দা । পরিচালনায় ছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান । সেই ছবিটির রিমেক করা হচ্ছে । গোবিন্দার চরিত্রে অভিনয় করছেন বরুণ । আর করিশ্মার চরিত্রে সারা আলি খান ।

সব ঠিক থাকলে আগামী বছর 1 মে মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.