ETV Bharat / sitara

একের পর এক হরর কমেডি, বলিউডের হল কী ! - কৃতি স্যাননের খবর

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে 'রুহি'-র ট্রেলার । সেই ট্রেলার দেখে দর্শক যেমন ভয় পেয়েছে, তেমনই হেসেছে । এবার 'ভেরিয়া'-র পালা । একদল নেকড়ে আসছে দর্শকের মনোরঞ্জন করতে ।

varun dhawan and kriti sanon in bhediya
varun dhawan and kriti sanon in bhediya
author img

By

Published : Feb 22, 2021, 5:51 PM IST

মুম্বই : 'স্ত্রী' সুপারহিট হওয়ার পর থেকে বলিউডে হরর কমেডি ছবির যেন স্রোত বইছে । কয়েকদিন আগেই জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত 'রুহি'-র ট্রেলার মুক্তি পেয়েছে । এবার নতুন ছবি 'ভেরিয়া'-র টিজ়ার মুক্তি পেল ।

কে কে আছেন এই ছবিতে ? বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'ভেরিয়া', পরিচালক অমর কৌশিক । টিজ়ারে কারও মুখ দেখা যায়নি । শুধু পূর্ণিমার রাতে একজন মানুষকে নেকড়ে হয়ে উঠতে দেখা গেছে ।

হ্যারি পটার সিরিজ়ের 'প্রিজ়নার অফ আস্কাবান'-এ এমনই এক অসুখের ছবি দেখানো হয়েছিল । পূর্ণিমার চাঁদের আলো চোখে পড়লেই কেউ কেউ নেকড়ে হয়ে ওঠে । তার আর কোনও বাহ্যজ্ঞান থাকে না । অন্য মানুষকে কামড়াতেও সে পিছপা হয় না ।

এমনই কোনও মানুষের গল্প বলবে হয়তো 'ভেরিয়া' । কৃতি শেয়ার করেছেন এই হরর কমেডির টিজ়ার । দেখে নিন...

মুম্বই : 'স্ত্রী' সুপারহিট হওয়ার পর থেকে বলিউডে হরর কমেডি ছবির যেন স্রোত বইছে । কয়েকদিন আগেই জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত 'রুহি'-র ট্রেলার মুক্তি পেয়েছে । এবার নতুন ছবি 'ভেরিয়া'-র টিজ়ার মুক্তি পেল ।

কে কে আছেন এই ছবিতে ? বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'ভেরিয়া', পরিচালক অমর কৌশিক । টিজ়ারে কারও মুখ দেখা যায়নি । শুধু পূর্ণিমার রাতে একজন মানুষকে নেকড়ে হয়ে উঠতে দেখা গেছে ।

হ্যারি পটার সিরিজ়ের 'প্রিজ়নার অফ আস্কাবান'-এ এমনই এক অসুখের ছবি দেখানো হয়েছিল । পূর্ণিমার চাঁদের আলো চোখে পড়লেই কেউ কেউ নেকড়ে হয়ে ওঠে । তার আর কোনও বাহ্যজ্ঞান থাকে না । অন্য মানুষকে কামড়াতেও সে পিছপা হয় না ।

এমনই কোনও মানুষের গল্প বলবে হয়তো 'ভেরিয়া' । কৃতি শেয়ার করেছেন এই হরর কমেডির টিজ়ার । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.