মুম্বই : এই মুহূর্তে কোরোনা আতঙ্ক গ্রাস করে রেখেছে সবাইকে । তার মধ্যেই সবার মন ভালো করে, গম্ভীর পরিবেশটাকে একটু হালকা করতে উদ্যোগী হলেন বরুণ ধাওয়ান । ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়ে অনলাইনে নতুন রিয়েলিটি শো আনতে চলেছেন তিনি । এই শো-এর নাম 'এন্টারটেনার নম্বর 1'।
13 থেকে সব বয়সিরাই যোগ দিতে পারবেন এই শো-তে । তবে এর জন্য যেতে হবে না কোথাও । বাড়ির যে কোনও প্রান্ত থেকেই ফ্লিপকার্টের নিজস্ব ভিডিয়ো সেকশনে গিয়ে নিজেদের ভিডিয়ো তুলে তা পাঠাতে পারবেন প্রতিযোগীরা । সেখানে গান বা সংলাপ যা খুশি বলতে পারেন তাঁরা । 13 এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে এই শো । চলবে আট সপ্তাহ ধরে । প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া হবে প্রতিযোগীদের । আর সেখান থেকেই সেরা ট্যালেন্টকে বেছে নেবেন বরুণ । যিনি জিতবেন তাঁর জন্য থাকবে আকর্ষণীয় উপহার ও গিফট ভাউচার । মূলত দেশের কঠিন পরিস্থিতির মধ্যে সবাইকে একটু আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শো প্রসঙ্গে বরুণ বলেন, "এই ধরনের রিয়েলিটি শো-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে । এই কঠিন পরিস্থিতির মধ্যে ফ্লিপকার্টের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । এর মাধ্যমে আমারা কয়েক কোটি দেশবাসীকে এই সময় আনন্দ দিতে পারব । এই দেশের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে । এই শো-এর মাধ্যমে এবার সেগুলি তুলে ধরতে পারবেন তাঁরা ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
দেশের এই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরুণ । কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে 30 লাখ টাকা অনুদান দিয়েছেন । তার পাশাপাশি এই সময় দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাছেও খাবার পৌঁছে দেবেন বলে জানিয়েছেন ।