ETV Bharat / sitara

কল্পনা চাওলার চরিত্রে অভিনয় করতে চান বাণী - বাণী কাপুরের খবর

কল্পনা চাওলার চরিত্রে অভিনয় করতে চান বাণী কাপুর । তাঁর কাছে কল্পনা একজন আদর্শ রোল মডেল ।

vaani kapoor kangna ranaut
vaani kapoor kangna ranaut
author img

By

Published : Aug 5, 2020, 9:15 AM IST

মুম্বই : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই কিছু স্বপ্ন থাকে...এই চরিত্রে অভিনয় করতে চাই, এই পরিচালকের সঙ্গে কাজ করতে চাই । বাণী কাপুরের ইচ্ছে যে, তিনি একদিন কল্পনা চাওলার চরিত্রে অভিনয় করবেন । জানালেন IANS-কে ।

বাণী বললেন, "প্রতিটি মহিলার জন্য কল্পনা চাওলা একজন রোল মডেল । উনি একজন অনুপ্রেরণা এবং ওঁর গল্পটা সেলিব্রেট করার মতো । আমি কল্পনা চাওলাকে অনস্ক্রিন প্লে করতে চাই ।"

অক্ষয় কুমারের 'বেল বটম' ছবিতে অভিনয় করছেন বাণী । যে কোনও জঁরের ছবিতেই অভিনয় করতে চান তিনি, অ্যাকশন, কমেডি, ড্রামা, রমকম, সাসপেন্স থ্রিলার..সবকিছুই ট্রাই করার ইচ্ছে রয়েছে তাঁর । তাহলে বায়োপিক বাদ যায় কেন ?

vaani kapoor kangna ranaut
.

বাণী বললেন, "আমি সবসময় চেষ্টা করেছি যাতে বেস্ট চরিত্রগুলো বেছে নিতে পারি । এই ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন সেরা মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি । স্মলটাউন গার্ল তারা হোক বা 'ওয়ার'-এর সিঙ্গল মাদার, প্রতিটা চরিত্র একে অপরের থেকে আলাদা ছিল ।"

তাহলে কি বাণীকে খুব তাড়াতাড়ি কল্পনা চাওলার চরিত্রে দেখা যাবে ? উত্তর দেবে সময় ।

মুম্বই : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই কিছু স্বপ্ন থাকে...এই চরিত্রে অভিনয় করতে চাই, এই পরিচালকের সঙ্গে কাজ করতে চাই । বাণী কাপুরের ইচ্ছে যে, তিনি একদিন কল্পনা চাওলার চরিত্রে অভিনয় করবেন । জানালেন IANS-কে ।

বাণী বললেন, "প্রতিটি মহিলার জন্য কল্পনা চাওলা একজন রোল মডেল । উনি একজন অনুপ্রেরণা এবং ওঁর গল্পটা সেলিব্রেট করার মতো । আমি কল্পনা চাওলাকে অনস্ক্রিন প্লে করতে চাই ।"

অক্ষয় কুমারের 'বেল বটম' ছবিতে অভিনয় করছেন বাণী । যে কোনও জঁরের ছবিতেই অভিনয় করতে চান তিনি, অ্যাকশন, কমেডি, ড্রামা, রমকম, সাসপেন্স থ্রিলার..সবকিছুই ট্রাই করার ইচ্ছে রয়েছে তাঁর । তাহলে বায়োপিক বাদ যায় কেন ?

vaani kapoor kangna ranaut
.

বাণী বললেন, "আমি সবসময় চেষ্টা করেছি যাতে বেস্ট চরিত্রগুলো বেছে নিতে পারি । এই ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন সেরা মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি । স্মলটাউন গার্ল তারা হোক বা 'ওয়ার'-এর সিঙ্গল মাদার, প্রতিটা চরিত্র একে অপরের থেকে আলাদা ছিল ।"

তাহলে কি বাণীকে খুব তাড়াতাড়ি কল্পনা চাওলার চরিত্রে দেখা যাবে ? উত্তর দেবে সময় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.