ETV Bharat / sitara

'বেল বটম'-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ড পাড়ি দিলেন বাণী - Vaani flying off to Scotland

পরবর্তী ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে গেলেন বাণী কাপুর ।

ে্
ে্ি
author img

By

Published : Sep 2, 2020, 2:05 PM IST

মুম্বই : পরবর্তী ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে গেলেন বাণী কাপুর । এই ছবিতে অক্ষয় কুমার, হুমা কুরেশি ও লারা দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুবই আনন্দিত বাণী ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "এই সময় শুটিং শুরু করতে পেরে খুবই ভালো লাগছে । অনেকদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম । লকডাউনের মধ্যে এতদিন মুম্বইয়ের বাইরে যাইনি । এতদিন পর বাড়ি থেকে বের হচ্ছি ।"

দেখুন ভিডিয়ো

আসলে এতদিন কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পছন্দ করছিলেন না কেউই । বান যাননি বাণীও । তাই এতদিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরে খুবই ভালো লাগছে তাঁর । আর এই পরিস্থিতিতে সব নিয়ম মেনে শুটিং করা তাঁর কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ।

আর এই ছবিতেই প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করবেন বাণী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবিতে প্রথমবার অক্ষয় স্যারের সঙ্গে কাজ করব । জানি তাঁর থেকে অনেক কিছু শিখতে পারব আমি । কাজের প্রতি তাঁর ভালোবাসা আমার খুবই ভালোলাগে । আশাকরি দর্শকদের আমাদের এই জুটি ভালো লাগবে ।"

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ফিল্মটি 1980 সালের ব্যাকড্রপে তৈরি । ভারতের এক বীর জওয়ান, আজ যাঁর পরিচয় অনেকটাই ফিকে । তাঁর জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি । প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

মুম্বই : পরবর্তী ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে গেলেন বাণী কাপুর । এই ছবিতে অক্ষয় কুমার, হুমা কুরেশি ও লারা দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুবই আনন্দিত বাণী ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "এই সময় শুটিং শুরু করতে পেরে খুবই ভালো লাগছে । অনেকদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম । লকডাউনের মধ্যে এতদিন মুম্বইয়ের বাইরে যাইনি । এতদিন পর বাড়ি থেকে বের হচ্ছি ।"

দেখুন ভিডিয়ো

আসলে এতদিন কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পছন্দ করছিলেন না কেউই । বান যাননি বাণীও । তাই এতদিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরে খুবই ভালো লাগছে তাঁর । আর এই পরিস্থিতিতে সব নিয়ম মেনে শুটিং করা তাঁর কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ।

আর এই ছবিতেই প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করবেন বাণী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবিতে প্রথমবার অক্ষয় স্যারের সঙ্গে কাজ করব । জানি তাঁর থেকে অনেক কিছু শিখতে পারব আমি । কাজের প্রতি তাঁর ভালোবাসা আমার খুবই ভালোলাগে । আশাকরি দর্শকদের আমাদের এই জুটি ভালো লাগবে ।"

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ফিল্মটি 1980 সালের ব্যাকড্রপে তৈরি । ভারতের এক বীর জওয়ান, আজ যাঁর পরিচয় অনেকটাই ফিকে । তাঁর জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি । প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.