ETV Bharat / sitara

সবাইকে বাড়িতে থাকতে বলছেন উর্মিলা - urmila matondkar photot

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেছিলেন উর্মিলা । ছবির ক্যাপশনে লেখেন, "ঘরে থাকুন"।

sdf
er
author img

By

Published : May 16, 2020, 7:07 PM IST

মুম্বই : গাছপালায় ঘেরা পাহাড় । যেদিকে চোখ যায় শুধুই জঙ্গল আর পাহাড় । জঙ্গলের গা বেয়েই রয়েছে বারান্দা । আর সেখানে আপন মনে চেয়ারে বসে ফোনে ব্যস্ত উর্মিলা মাতন্ডকর । পাহাড় ও জঙ্গলের দিকেই মুখ করে বসে রয়েছেন তিনি । তাঁকে সঙ্গ দিচ্ছে দুই পোষ্য ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেছিলেন উর্মিলা । ছবির ক্যাপশনে লেখেন, "ঘরে থাকুন"।

dsf
উর্মিলার শেয়ার করা ছবি

বছরের বাকি সময় বলিউডের অন্য তারকাদের মতো কাজ না থাকলেই ঘুরতে বেড়িয়ে পড়তেন উর্মিলা । কিন্তু, লকডাউন জারি হওয়ার পর থেকে আর তা সম্ভব হচ্ছে না । আর সেই কারণে বাড়ির মধ্যে গৃহবন্দী অবস্থাতেই কাটছে দিন ।

এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন তিনি । মাঝে মধ্যেই পুরোনো ছবি পোস্ট করে নস্টালজিক হয়ে পড়ছেন অভিনত্রী । কখনও ছেলেবেলার ছবি পোস্ট করছেন । আবার কখনও ঘুরতে যাওয়ার ছবিতে ভরে উঠছে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ।

আর লকডাউনের মধ্যে পোষ্যদের সঙ্গেও বেশি সময় কাটাচ্ছেন উর্মিলা । যাই করুন না কেন কাছ ছাড়া করছেন না তাদের । মাঝে মধ্যেই পোষ্যদের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি ।

মুম্বই : গাছপালায় ঘেরা পাহাড় । যেদিকে চোখ যায় শুধুই জঙ্গল আর পাহাড় । জঙ্গলের গা বেয়েই রয়েছে বারান্দা । আর সেখানে আপন মনে চেয়ারে বসে ফোনে ব্যস্ত উর্মিলা মাতন্ডকর । পাহাড় ও জঙ্গলের দিকেই মুখ করে বসে রয়েছেন তিনি । তাঁকে সঙ্গ দিচ্ছে দুই পোষ্য ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেছিলেন উর্মিলা । ছবির ক্যাপশনে লেখেন, "ঘরে থাকুন"।

dsf
উর্মিলার শেয়ার করা ছবি

বছরের বাকি সময় বলিউডের অন্য তারকাদের মতো কাজ না থাকলেই ঘুরতে বেড়িয়ে পড়তেন উর্মিলা । কিন্তু, লকডাউন জারি হওয়ার পর থেকে আর তা সম্ভব হচ্ছে না । আর সেই কারণে বাড়ির মধ্যে গৃহবন্দী অবস্থাতেই কাটছে দিন ।

এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন তিনি । মাঝে মধ্যেই পুরোনো ছবি পোস্ট করে নস্টালজিক হয়ে পড়ছেন অভিনত্রী । কখনও ছেলেবেলার ছবি পোস্ট করছেন । আবার কখনও ঘুরতে যাওয়ার ছবিতে ভরে উঠছে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ।

আর লকডাউনের মধ্যে পোষ্যদের সঙ্গেও বেশি সময় কাটাচ্ছেন উর্মিলা । যাই করুন না কেন কাছ ছাড়া করছেন না তাদের । মাঝে মধ্যেই পোষ্যদের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.