ETV Bharat / sitara

প্রায় পাঁচ লাখ ভোটে হেরেও কংগ্রেসের উর্মিলা বললেন "হারিয়ে যাব না" - Lok Sabha Election 2019

২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মুম্বই-উত্তর থেকে দাঁড়িয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। হেরেছেন সাড়ে চার লাখেরও বেশি ভোটে।

উর্মিলা মাতন্ডকর
author img

By

Published : May 24, 2019, 9:56 PM IST

মুম্বই : বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছেন উর্মিলা। কিন্তু, এই কারণে নিজেকে হারিয়ে ফেলবেন না অভিনেত্রী। এমনই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।

এদিন উর্মিলা বলেছেন, "আমার কাছে এই লড়াইয়ের মহিমা বিশাল। এই লড়াইয়ে পরাজিত হয়েছি আমি, তবে আমায় দেখে কি মনে হচ্ছে আমি হারিয়ে গেছি? একজন মানুষের স্পিরিটটাই আসল। এই লড়াইয়ে মানুষের বিবেকবোধটাই আসল।"

উর্মিলা মাতন্ডকর
প্রচার চলাকালীন উর্মিলা

তিনি আরও বলেন, "আমি সত্যিই খুশি যে এই নির্বাচনটা আমি সম্মান আর নিষ্ঠার সঙ্গে লড়েছি।" আত্মবিশ্বাসী উর্মিলার কাছে সাহসের সঙ্গে লড়াই করাটাই বড় ব্যাপার। আর সেটা করতে পেরেছেন বলেই হেরে যাওয়ার পরও খুশি তিনি।

এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন উর্মিলা। প্রথমবারেই এরকম হার যে মনোবল ভেঙে দেয়নি অভিনেত্রীর, এটাই বড় কথা।

মুম্বই : বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছেন উর্মিলা। কিন্তু, এই কারণে নিজেকে হারিয়ে ফেলবেন না অভিনেত্রী। এমনই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।

এদিন উর্মিলা বলেছেন, "আমার কাছে এই লড়াইয়ের মহিমা বিশাল। এই লড়াইয়ে পরাজিত হয়েছি আমি, তবে আমায় দেখে কি মনে হচ্ছে আমি হারিয়ে গেছি? একজন মানুষের স্পিরিটটাই আসল। এই লড়াইয়ে মানুষের বিবেকবোধটাই আসল।"

উর্মিলা মাতন্ডকর
প্রচার চলাকালীন উর্মিলা

তিনি আরও বলেন, "আমি সত্যিই খুশি যে এই নির্বাচনটা আমি সম্মান আর নিষ্ঠার সঙ্গে লড়েছি।" আত্মবিশ্বাসী উর্মিলার কাছে সাহসের সঙ্গে লড়াই করাটাই বড় ব্যাপার। আর সেটা করতে পেরেছেন বলেই হেরে যাওয়ার পরও খুশি তিনি।

এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন উর্মিলা। প্রথমবারেই এরকম হার যে মনোবল ভেঙে দেয়নি অভিনেত্রীর, এটাই বড় কথা।

Intro:Body:

প্রায় পাঁচ লাখ ভোটে হেরেও কংগ্রেসের উর্মিলা বললেন "হারিয়ে যাব না"



২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মুম্বই-উত্তর থেকে দাঁড়িয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। হেরেছেন প্রায় পাঁচ লাখ ভোটে।



মুম্বই : বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে প্রায় পাঁচ লাখ ভোটে হেরেছেন উর্মিলা। কিন্তু, নিজেকে হারিয়ে ফেলবেন না তিনি। এমনই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।



এদিন উর্মিলা বলেছেন, "আমার কাছে এই লড়াইয়ের মহিমা বিশাল।  এই লড়াইয়ে পরাজিত হয়েছি আমি, তবে আমায় দেখে কি মনে হচ্ছে আমি হারিয়ে গেছি? একজন মানুষের স্পিরিটটাই আসল। এই লড়াইয়ে মানুষের বিবেকবোধটাই আসল।"



তিনি আরও বলেন, "আমি সত্যিই খুশি যে এই নির্বাচনটা আমি অনেক সম্মান আর নিষ্ঠার সঙ্গে লড়েছি।" আত্মবিশ্বাসী উর্মিলার কাছে সাহসের সঙ্গে লড়াই করাটাই বড় ব্যাপার। যেটা উনি করেছেন বলে মনে করেন অভিনেত্রী।



এই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন উর্মিলা। প্রথমবারেই এরকম হার মনোবল ভেঙে দেয়নি অভিনেত্রীর, এটাই বড় কথা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.