ETV Bharat / sitara

UNICEF-এর সম্মান 'দেশি গার্ল'কে - ইউনিসেফ

সমাজসেবামূলক কাজের জন্য প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই প্রশংশিত হয়েছেন তাঁর ভক্তদের কাছে। এইবার তাঁর কাজ স্বীকৃত হল দুনিয়ার দরবারে।

প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : Jun 13, 2019, 1:51 PM IST

মুম্বই : ২০১৬ সাল থেকে প্রিয়াঙ্কা চোপড়া UNICEF-এর গুডউইল অ্যাম্বাসাডার। সেই সময় থেকেই মহিলা ও শিশুদের সুরক্ষা,নিরাপত্তা,স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে বিভিন্ন কাজ করে চলেছেন তিনি। এই কারণেই মে মাসে ইথিওপিয়াও যান প্রিয়াঙ্কা। সেখানকার রিফিউজিদের সঙ্গে সময় কাটান। তাঁর এই অবদানের জন্য UNICEF-এর পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। 'ড্যানি ক্যায়ে হিউম্যানেটেরিয়ান অ্যাওয়ার্ড' পাচ্ছেন তিনি।

এই বছর ডিসেম্বর মাসে UNICEF-এর স্নোফ্লেক বলে অ্যাওয়ার্ডটি পাবেন প্রিয়াঙ্কা। বুধবার সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা ।

গর্বিত প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কা তাঁর কাছে একটি অনুপ্রেরণা বলে জানিয়েছেন তিনি।

মুম্বই : ২০১৬ সাল থেকে প্রিয়াঙ্কা চোপড়া UNICEF-এর গুডউইল অ্যাম্বাসাডার। সেই সময় থেকেই মহিলা ও শিশুদের সুরক্ষা,নিরাপত্তা,স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে বিভিন্ন কাজ করে চলেছেন তিনি। এই কারণেই মে মাসে ইথিওপিয়াও যান প্রিয়াঙ্কা। সেখানকার রিফিউজিদের সঙ্গে সময় কাটান। তাঁর এই অবদানের জন্য UNICEF-এর পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। 'ড্যানি ক্যায়ে হিউম্যানেটেরিয়ান অ্যাওয়ার্ড' পাচ্ছেন তিনি।

এই বছর ডিসেম্বর মাসে UNICEF-এর স্নোফ্লেক বলে অ্যাওয়ার্ডটি পাবেন প্রিয়াঙ্কা। বুধবার সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা ।

গর্বিত প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কা তাঁর কাছে একটি অনুপ্রেরণা বলে জানিয়েছেন তিনি।

Intro:Body:

UNICEF-এর সন্মান 'দেশি গার্লকে'





সমাজসেবামূলক কাজের জন্য প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই প্রশংশিত হয়েছেন তাঁর ভক্তদের কাছে। এইবার তাঁর কাজ স্বীকৃত হল দুনিয়ার দরবারে।



মুম্বই : ২০১৬ সাল থেকে প্রিয়াঙ্কা চোপড়া UNICEF-এর গুডউইল অ্যাম্বাসাডার। সেই সময় থেকেই মহিলা ও শিশুদের সুরক্ষা,নিরাপত্তা,স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে বিভিন্ন কাজ করে চলেছেন তিনি। এই কারণেই মে মাসে  ইথিওপিয়াও যান প্রিয়াঙ্কা। সেখানকার রিফিউজিদের সঙ্গে সময় কাটান। তাঁর এই অবদানের জন্য UNICEF-এর পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। 'ড্যানি ক্যায়ে হিউম্যানেটেরিয়ান অ্যাওয়ার্ড' পাচ্ছেন তিনি।



এই বছর ডিসেম্বর মাসে  UNICEF-এর স্নোফ্লেক বলে অ্যাওয়ার্ডটি পাবেন প্রিয়াঙ্কা। বুধবার সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা ।



গর্বিত প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কা তাঁর কাছে একটি অনুপ্রেরণা বলে জানিয়েছেন তিনি। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.