ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত বনি কাপুরের বাড়ির আরও দুই পরিচারক - বনি কাপুরের খবর

কোরোনায় আক্রান্ত বনি কাপুরের বাড়ির আরও দুই পরিচারক । সমস্যায় কাপুর পরিবার ।

boney kapoor two more house help corona effected
boney kapoor two more house help corona effected
author img

By

Published : May 21, 2020, 8:05 PM IST

মুম্বই : দু'দিন আগে জানা গেছিল যে, বনি কাপুরের বাড়ির এক পরিচারক কোরোনা আক্রান্ত । তবে বাড়ির অন্যান্য সদস্যরা সুস্থ আছেন বলে জানিয়েছিলেন বনি । বাকি কর্মচারীদের মধ্যেও এই জীবাণুর কোনও লক্ষণ দেখা যায়নি বলেছিলেন তিনি । তবে এরই মধ্যে দুঃসংবাদ । বাড়ির আরও দুই পরিচারক কোরোনা আক্রান্ত ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে এই খবর । নিকটবর্তী ওশিয়ারা থানার ইন্সপেক্টর দয়ানন্দ বাঙ্গার খবরটি কনফার্ম করেছেন । তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বনি, জাহ্নবী বা খুশি কাপুরের থেকে ।

কয়েকদিন আগে চরণ সাহু নামে বনি কাপুরদের পরিচারক কোরোনায় আক্রান্ত হন । শনিবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন 23 বছরের যুবক । তার দু'দিনের মধ্যে টেস্ট করিয়ে রিপোর্ট পাওয়া যায় । আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ।

বনি, জাহ্নবী আর খুশি কেমন রয়েছেন ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে । কোরোনার থাবা থেকে কবে মক্তি পাবে পৃথিবী ? উত্তর খুঁজছে সবাই ।

মুম্বই : দু'দিন আগে জানা গেছিল যে, বনি কাপুরের বাড়ির এক পরিচারক কোরোনা আক্রান্ত । তবে বাড়ির অন্যান্য সদস্যরা সুস্থ আছেন বলে জানিয়েছিলেন বনি । বাকি কর্মচারীদের মধ্যেও এই জীবাণুর কোনও লক্ষণ দেখা যায়নি বলেছিলেন তিনি । তবে এরই মধ্যে দুঃসংবাদ । বাড়ির আরও দুই পরিচারক কোরোনা আক্রান্ত ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে এই খবর । নিকটবর্তী ওশিয়ারা থানার ইন্সপেক্টর দয়ানন্দ বাঙ্গার খবরটি কনফার্ম করেছেন । তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বনি, জাহ্নবী বা খুশি কাপুরের থেকে ।

কয়েকদিন আগে চরণ সাহু নামে বনি কাপুরদের পরিচারক কোরোনায় আক্রান্ত হন । শনিবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন 23 বছরের যুবক । তার দু'দিনের মধ্যে টেস্ট করিয়ে রিপোর্ট পাওয়া যায় । আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ।

বনি, জাহ্নবী আর খুশি কেমন রয়েছেন ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে । কোরোনার থাবা থেকে কবে মক্তি পাবে পৃথিবী ? উত্তর খুঁজছে সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.