ETV Bharat / sitara

Tweet টুডে : বলিউড সেলেব্রিটিরা আজ কী টুইট করলেন? - টুইট টুডে

সোশাল মিডিয়া একটা জানলার মতো। সবাই নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সেই জানলার মধ্যে দিয়ে। দেখে নেওয়া যাক আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁর জানলার ফাঁক দিয়ে...

Bollywood tweet
author img

By

Published : Oct 28, 2019, 11:36 PM IST

শাবানা আজ়মি : তিলক পরে সোশাল মিডিয়ায় ছবি দিয়ে কট্টরপন্থী মুসলমানদের রোষের মুখে শাহরুখ খান। এই ঘটনার তীব্র নিন্দা করে পালটা টুইট করেছেন শাবানা আজ়মি।

  • Appalled to read that @iamsrk Diwali greeting invites wrath of rabid Islamists, gets called a “False Muslim” for sporting a tilak!”FUNDOS get a life! Islam is not so weak that it stands threatened by what is a beautiful Indian custom.Indias beauty is in her GangaJamuni tehzeeb

    — Azmi Shabana (@AzmiShabana) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধর্মেন্দ্র : দুঃখের মধ্যেও কী করে আনন্দে থাকা যায়, তা ধর্মেন্দ্রর থেকে শেখা উচিত...হ্যাঁ, নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে এমনটাই লিখেছেন ধর্মেন্দ্র।

  • Machalna......Ranjj o gham main.......koi sekhe .........apne Dharam se..........love you all for your loving 🥰 response........ pic.twitter.com/n3IFNJBu66

    — Dharmendra Deol (@aapkadharam) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রিচা চড্ডা : জন্মদিন হোক বা বিয়েবাড়ি, দিওয়ালি হোক বা নিউ ইয়ার..কোনও সময়তেই বাজি ফাটানো উচিত নয়। এমন বার্তা দিলেন রিচা চড্ডা।

  • Wish the environment wasn't in a state of crisis and ppl could enjoy the way the wanted to. But truth is some people's pleasure has become pain for others. And yes, not on New Year, bdays, weddings, exam results or ever! We need oxygen 24x7 don't we? Must be kind and considerate https://t.co/bogJ74Gwce

    — TheRichaChadha (@RichaChadha) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুপম খের : অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের ফ্যান মোমেন্ট শেয়ার করলেন অনুপম খের। বিগ-বির বাড়ির দিওয়ালি পার্টিতে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি অনুপম।

  • Thank you dearest @SrBachchan ji & Jaya ji for a loving and grand Diwali Party. Had a blast. Met so many friends under one beautiful roof. Have been in NYC so didn’t realise I had missed my colleagues this much. So many affectionate hugs warmed my heart. Jai Ho.🙏😍 #FanMoment pic.twitter.com/hpqRrgcc4m

    — Anupam Kher (@AnupamPKher) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঋষি কাপুর : দিওয়ালি স্পেশাল অফার। প্রথম বিয়ার কিনুন দ্বিগুণ দামে আর পরের বিয়ার পান একেবারে বিনামূল্যে.....হ্যাঁ এরকমই একটা মজার ছবি শেয়ার করেছেন ঋষি কাপুর।

শাবানা আজ়মি : তিলক পরে সোশাল মিডিয়ায় ছবি দিয়ে কট্টরপন্থী মুসলমানদের রোষের মুখে শাহরুখ খান। এই ঘটনার তীব্র নিন্দা করে পালটা টুইট করেছেন শাবানা আজ়মি।

  • Appalled to read that @iamsrk Diwali greeting invites wrath of rabid Islamists, gets called a “False Muslim” for sporting a tilak!”FUNDOS get a life! Islam is not so weak that it stands threatened by what is a beautiful Indian custom.Indias beauty is in her GangaJamuni tehzeeb

    — Azmi Shabana (@AzmiShabana) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধর্মেন্দ্র : দুঃখের মধ্যেও কী করে আনন্দে থাকা যায়, তা ধর্মেন্দ্রর থেকে শেখা উচিত...হ্যাঁ, নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে এমনটাই লিখেছেন ধর্মেন্দ্র।

  • Machalna......Ranjj o gham main.......koi sekhe .........apne Dharam se..........love you all for your loving 🥰 response........ pic.twitter.com/n3IFNJBu66

    — Dharmendra Deol (@aapkadharam) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রিচা চড্ডা : জন্মদিন হোক বা বিয়েবাড়ি, দিওয়ালি হোক বা নিউ ইয়ার..কোনও সময়তেই বাজি ফাটানো উচিত নয়। এমন বার্তা দিলেন রিচা চড্ডা।

  • Wish the environment wasn't in a state of crisis and ppl could enjoy the way the wanted to. But truth is some people's pleasure has become pain for others. And yes, not on New Year, bdays, weddings, exam results or ever! We need oxygen 24x7 don't we? Must be kind and considerate https://t.co/bogJ74Gwce

    — TheRichaChadha (@RichaChadha) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনুপম খের : অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের ফ্যান মোমেন্ট শেয়ার করলেন অনুপম খের। বিগ-বির বাড়ির দিওয়ালি পার্টিতে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি অনুপম।

  • Thank you dearest @SrBachchan ji & Jaya ji for a loving and grand Diwali Party. Had a blast. Met so many friends under one beautiful roof. Have been in NYC so didn’t realise I had missed my colleagues this much. So many affectionate hugs warmed my heart. Jai Ho.🙏😍 #FanMoment pic.twitter.com/hpqRrgcc4m

    — Anupam Kher (@AnupamPKher) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঋষি কাপুর : দিওয়ালি স্পেশাল অফার। প্রথম বিয়ার কিনুন দ্বিগুণ দামে আর পরের বিয়ার পান একেবারে বিনামূল্যে.....হ্যাঁ এরকমই একটা মজার ছবি শেয়ার করেছেন ঋষি কাপুর।

Intro:Body:

Tweet টুডে : বলিউড সেলেব্রিটিরা আজ কী টুইট করলেন?



সোশাল মিডিয়া একটা জানলার মতো। সবাই নিজেদের অনুভূতি ব্যক্ত করেন সেই জানলার মধ্যে দিয়ে। দেখে নেওয়া যাক আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন তাঁর জানলার ফাঁক দিয়ে...



শাবানা আজ়মি : তিলক পরে সোশাল মিডিয়ায় ছবি দিয়ে কট্টরপন্থী মুসলমানদের রোষের মুখে শাহরুখ খান। এই ঘটনার তীব্র নিন্দা করে পালটা টুইট করেছেন শাবানা আজ়মি।



ধর্মেন্দ্র : দুঃখের মধ্যেও কী করে আনন্দে থাকা যায়, তা ধর্মেন্দ্রর থেকে শেখা উচিত...হ্যাঁ, নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে এমনটাই লিখেছেন ধর্মেন্দ্র।



রিচা চড্ডা : জন্মদিন হোক বা বিয়েবাড়ি, দিওয়ালি হোক বা নিউ ইয়ার..কোনও সময়তেই বাজি ফাটানো উচিত নয়। এমন বার্তা দিলেন রিচা চড্ডা।



অনুপম খের : অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের ফ্যান মোমেন্ট শেয়ার করলেন অনুপম খের। বিগ-বির বাড়ির দিওয়ালি পার্টিতে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি অনুপম।



ঋষি কাপুর : দিওয়ালি স্পেশাল অফার। প্রথম বিয়ার কিনুন দ্বিগুণ দামে আর পরের বিয়ার পান একেবারে বিনামূল্যে.....হ্যাঁ এরকমই একটা মজার ছবি শেয়ার করেছেন ঋষি কাপুর।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.