ETV Bharat / sitara

Tweet টুডে : আজ কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন ? - bollywood tweet

প্রতিদিনের মতো আজও দেখে নেওয়া যাক কোন সেলেব্রিটি কী শেয়ার করলেন সোশাল মিডিয়ার পাতায় ।

dfg
dg
author img

By

Published : Jan 14, 2020, 11:29 PM IST

দেব : গতকাল বিয়ের কার্ড শেয়ার করেছিলেন দেব । আর আজ টুইট করে আরও একটি ছবি শেয়ার করে আসল বিষয় খোলসা করলেন তিনি ।

  • ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে
    আসলে ওটা টনিকের কাকার বিয়ে pic.twitter.com/msDFCSmcv1

    — Dev (@idevadhikari) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীপিকা পাডুকোন : 'ছপাক'-এর একটি গান শেয়ার করেছেন দীপিকা ।

আলিয়া ভাট : আগামীকাল মুক্তি পাবে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে আলিয়ার ফার্স্টলুক । আজ মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার । সেটি শেয়ার করেন আলিয়া ।

রণবীর সিং : '83' ছবিতে যতীন শরণের চরিত্রে অভিনয় করবেন যশপাল শর্মা । টুইট করে ছবিতে তাঁর ফার্স্টলুক শেয়ার করেন রণবীর ।

স্বস্তিকা মুখার্জি : আপকামিং ছবি 'গুলদাস্তা'-র মোশন পোস্টার শেয়ার করেছেন স্বস্তিকা ।

দেব : গতকাল বিয়ের কার্ড শেয়ার করেছিলেন দেব । আর আজ টুইট করে আরও একটি ছবি শেয়ার করে আসল বিষয় খোলসা করলেন তিনি ।

  • ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে
    আসলে ওটা টনিকের কাকার বিয়ে pic.twitter.com/msDFCSmcv1

    — Dev (@idevadhikari) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীপিকা পাডুকোন : 'ছপাক'-এর একটি গান শেয়ার করেছেন দীপিকা ।

আলিয়া ভাট : আগামীকাল মুক্তি পাবে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে আলিয়ার ফার্স্টলুক । আজ মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার । সেটি শেয়ার করেন আলিয়া ।

রণবীর সিং : '83' ছবিতে যতীন শরণের চরিত্রে অভিনয় করবেন যশপাল শর্মা । টুইট করে ছবিতে তাঁর ফার্স্টলুক শেয়ার করেন রণবীর ।

স্বস্তিকা মুখার্জি : আপকামিং ছবি 'গুলদাস্তা'-র মোশন পোস্টার শেয়ার করেছেন স্বস্তিকা ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.