মুম্বই : আজই মুক্তিপ্রাপ্ত ছবি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে । সমালোচকরাও বেশ ভালো রিভিউ দিয়েছে এই ছবিকে । তবে এসব কিছুকে ছাড়িয়ে যেটা ঘটল আজ, সেটা বোধহয় কেউই আশা করেননি । হিতেশ কেবল্যা পরিচালিত এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প । ব্যাপারটা কী একটু জেনে নেওয়া যাক...
মানবাধিকার ও LGBT কমিউনিটির এক বিখ্যাত অ্যাক্টিভিস্ট পিটার ট্যাচেল গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে তিনি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এর পোস্টার শেয়ার করে লেখেন, "ভারত : একটা নতুন বলিউড রমকম যা সমকামী প্রেমকে তুলে ধরবে এবং বয়স্ক মানুষদের যাবতীয় বৈষম্যমূলক মানসিকতাকে ভেঙে দেবে ।"
ট্যাচেলের এই পোস্টটিকে উল্লেখ করে ডোনাল্ট ট্রাম্প নিজের টুইটারে লিখেছেন, "গ্রেট" । অর্থাৎ তিনি এই নতুন ছবির বিষয়বস্তু ও উদ্যোগকে বাহবা জানিয়েছেন । বলেছেন এটা দারুণ উদ্যোগ ।
-
Great! https://t.co/eDf8ltInmH
— Donald J. Trump (@realDonaldTrump) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Great! https://t.co/eDf8ltInmH
— Donald J. Trump (@realDonaldTrump) February 21, 2020Great! https://t.co/eDf8ltInmH
— Donald J. Trump (@realDonaldTrump) February 21, 2020
ট্রাম্পের এই প্রতিক্রিয়ায় শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায় । কেউ এটা প্রত্যাশাই করেননি যে, স্বয়ং অ্যামেরিকান প্রেসিডেন্টের তরফ থেকে এরকম কোনও বাহবা পাওয়া যাবে ।
আজই মুক্তি পেয়েছে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' । আয়ুষ্মানের বিপরীতে এখানে অভিনয় করেছেন জিতেন্দ্র । এছাড়াও রয়েছেন নীনা গুপ্ত, গজরাজ রাও প্রমুখ । ট্রাম্পের এই মন্তব্যে অনেকটা মনোবল বাড়বে ছবির টিমের ।