ETV Bharat / sitara

'রাত আকেলি হ্যায়'-র ট্রেলারে ফের বাকরুদ্ধ করলেন নওয়াজ় - রাত আকেলি হ্যায়

'রাত আকেলি হ্যায়' ছবিতে পুলিশ ইনস্টেপেক্টরের ভূমিকায় নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । 2 মিনিট 17 সেকেন্ডের টানটান ট্রেলারে নজর ফেরানো গেল না তাঁর দিক থেকে । শুধু তিনি নয়, সবাই নিজেদের চরিত্রে নজর কাড়লেন ।

Nawazuddin Siddiqui in Raat Akeli Hain
Nawazuddin Siddiqui in Raat Akeli Hain
author img

By

Published : Jul 17, 2020, 7:12 PM IST

মুম্বই : নেটফ্লিক্স ঘোষণা করেছে 17 টি নতুন প্রোজেক্টের । তার মধ্যে রয়েছে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির 'রাত আকেলি হ্যায়' ছবিটিও । এবার আর কোনও গ্যাংস্টার বা খুনী নন, নওয়াজ় পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে । তাঁর সঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে, তিগমাংশু ঢুলিয়া, শ্বেতা ত্রিপাঠী,আদিত্য শ্রীবাস্তবের মতো তাবড় অভিনেতারা ।

অনেকদিন পর নওয়াজ়কে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা গেল । তিনি যেন 'কাহানি'-র সেই 'ইন্সপেক্টর খান'-এর নস্ট্যালজিয়া ফিরিয়ে দিলেন । তবে এখানে তাঁর নাম আলাদা । "আমার নামটা মনে রাখবেন, ইন্সপেক্টর জটিল যাদব", নওয়াজ়ের সংলাপ ।

Nawazuddin Siddiqui in Raat Akeli Hain
রাধিকা..

এক হাই প্রোফাইল বাড়ির বিয়েতে হঠাৎ করে একটা খুন । আর সেই খুনের তদন্ত করতে সেখানে পৌঁছলেন জটিল যাদব । তিনি বুঝতে পারলেন যে, এই খুনের পিছনে কয়েকটি গভীর কিছু কারণ রয়েছে, যেগুলো খুঁজে বের করা খুব একটা সহজ নয় ।

তবে সেই কারণগুলোর খোঁজ কি পাবেন জটিল ? নাকি তার আগেই তাঁকে থামিয়ে দেওয়া হবে ? উত্তর দেবে 'রাত আকেলি হ্য়ায়' ।

দেখে নিন ট্রেলার...

মুম্বই : নেটফ্লিক্স ঘোষণা করেছে 17 টি নতুন প্রোজেক্টের । তার মধ্যে রয়েছে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির 'রাত আকেলি হ্যায়' ছবিটিও । এবার আর কোনও গ্যাংস্টার বা খুনী নন, নওয়াজ় পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে । তাঁর সঙ্গে রয়েছেন রাধিকা আপ্তে, তিগমাংশু ঢুলিয়া, শ্বেতা ত্রিপাঠী,আদিত্য শ্রীবাস্তবের মতো তাবড় অভিনেতারা ।

অনেকদিন পর নওয়াজ়কে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা গেল । তিনি যেন 'কাহানি'-র সেই 'ইন্সপেক্টর খান'-এর নস্ট্যালজিয়া ফিরিয়ে দিলেন । তবে এখানে তাঁর নাম আলাদা । "আমার নামটা মনে রাখবেন, ইন্সপেক্টর জটিল যাদব", নওয়াজ়ের সংলাপ ।

Nawazuddin Siddiqui in Raat Akeli Hain
রাধিকা..

এক হাই প্রোফাইল বাড়ির বিয়েতে হঠাৎ করে একটা খুন । আর সেই খুনের তদন্ত করতে সেখানে পৌঁছলেন জটিল যাদব । তিনি বুঝতে পারলেন যে, এই খুনের পিছনে কয়েকটি গভীর কিছু কারণ রয়েছে, যেগুলো খুঁজে বের করা খুব একটা সহজ নয় ।

তবে সেই কারণগুলোর খোঁজ কি পাবেন জটিল ? নাকি তার আগেই তাঁকে থামিয়ে দেওয়া হবে ? উত্তর দেবে 'রাত আকেলি হ্য়ায়' ।

দেখে নিন ট্রেলার...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.