ETV Bharat / sitara

আউটডোরকে মিস করছেন টিসকা - tisca chopra is making the most of staying indoors

অন্য তারকাদের মতো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন টিসকাও । এখন আউটডোরকে খুবই মিস করছেন তিনি । তবে বাড়িতে থেকেও একেবারেই নষ্ট করছেন না সময় । যতটা পারছেন বিভিন্ন কাজের মাধ্যমে সেই সময়গুলিকে ব্যবহার করছেন তিনি ।

dfg
sdfg
author img

By

Published : Apr 27, 2020, 9:28 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরের মধ্যেই কাটছে তাঁদের দিন । এই সময় বাইরে যাওয়াকে খুবই মিস করছেন অনেকে । আর সেই তালিকায় রয়েছেন টিসকা চোপড়াও । তবে ঘরে থাকলেও সময় একেবারেই নষ্ট করছেন না তিনি । ঘরের কাজের পাশাপাশি নিজের পছন্দের একাধিক কাজ করেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারেন্টাইনের দিনগুলি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন টিসকা । সেখানে বিকিনি পরে বালির উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "আউটডোরকে এখন খুবই মিস করছি কিন্তু, ইন্ডোরে থাকার এই সময়টাকে যতটা পারছি ব্যবহার করে নিচ্ছি...পরিবারের জন্য সেদিন কিছু রান্না করেছিলাম, ওদের ভালোই লেগেছিল । আমি যাই বানাই তারার খুব ভালো লাগে । নতুন কিছু করার জন্য সেটা আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেয় ।"

পাশাপাশি ইনস্টাগ্রাম লাইভে একজন মনোবিদের সঙ্গেও কথা বলেন টিসকা । এই কঠিন পরিস্থিতির মধ্যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । ফ্যানদের করা প্রশ্নও এই লাইভে চিকিৎসকের কাছে তুলে ধরেছিলেন টিসকা ।

এছাড়া সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন টিসকা । সেখানে আইপ্যাড হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "#ব্যাক টু স্কুল"। পরিচালনাও করতে চান টিসকা । আর এই লকডাউনের মধ্যে সেদিকটাও একবার ঝালিয়ে নিচ্ছেন তিনি । ফিচার ফিল্ম কীভাবে পরিচালনা করতে হয় অনলাইনে সেই ক্লাস করছেন তিনি ।

dgf
.

'হসটেজ' ছবিতে চিকিৎসক মিরা আনন্দের চরিত্রে অভিনয় করেছিলেন টিসকা । কোরোনা পরিস্থিতির মধ্যে তাঁর সেই চরিত্র চিকিৎসকদের উৎসর্গ করেন তিনি ।

মুম্বই : লকডাউনের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরের মধ্যেই কাটছে তাঁদের দিন । এই সময় বাইরে যাওয়াকে খুবই মিস করছেন অনেকে । আর সেই তালিকায় রয়েছেন টিসকা চোপড়াও । তবে ঘরে থাকলেও সময় একেবারেই নষ্ট করছেন না তিনি । ঘরের কাজের পাশাপাশি নিজের পছন্দের একাধিক কাজ করেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারেন্টাইনের দিনগুলি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন টিসকা । সেখানে বিকিনি পরে বালির উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "আউটডোরকে এখন খুবই মিস করছি কিন্তু, ইন্ডোরে থাকার এই সময়টাকে যতটা পারছি ব্যবহার করে নিচ্ছি...পরিবারের জন্য সেদিন কিছু রান্না করেছিলাম, ওদের ভালোই লেগেছিল । আমি যাই বানাই তারার খুব ভালো লাগে । নতুন কিছু করার জন্য সেটা আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেয় ।"

পাশাপাশি ইনস্টাগ্রাম লাইভে একজন মনোবিদের সঙ্গেও কথা বলেন টিসকা । এই কঠিন পরিস্থিতির মধ্যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । ফ্যানদের করা প্রশ্নও এই লাইভে চিকিৎসকের কাছে তুলে ধরেছিলেন টিসকা ।

এছাড়া সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন টিসকা । সেখানে আইপ্যাড হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "#ব্যাক টু স্কুল"। পরিচালনাও করতে চান টিসকা । আর এই লকডাউনের মধ্যে সেদিকটাও একবার ঝালিয়ে নিচ্ছেন তিনি । ফিচার ফিল্ম কীভাবে পরিচালনা করতে হয় অনলাইনে সেই ক্লাস করছেন তিনি ।

dgf
.

'হসটেজ' ছবিতে চিকিৎসক মিরা আনন্দের চরিত্রে অভিনয় করেছিলেন টিসকা । কোরোনা পরিস্থিতির মধ্যে তাঁর সেই চরিত্র চিকিৎসকদের উৎসর্গ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.