মুম্বই : সাউথ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা এক মন ভোলানো ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সদ্যজাতকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনটাও বেশ মনোগ্রাহী।
ক্যাপশনে গ্য়াব্রিয়েলা লিখেছেন যে, "ক্লান্ত, কিন্তু প্রেমের মধ্যে আছি"। এর আগের সপ্তাহেই অর্জুন একটি ছবি শেয়ার করেছিলেন, সেখানে শিশু সন্তান অভিনেতার আঙুল ধরেছিল। সেই ছবিতেও বাচ্চাটির মুখ দেখা যায়নি। সেই দিক থেকে বলতে হয় যে অর্জুনের ছেলেকে এখনও দেখা যায়নি সোশাল মিডিয়ায়।
এপ্রিল মাসে অর্জুন কনফার্ম করেন যে, তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা অন্তঃসত্ত্বা। তৃতীয়বারের জন্য বাবা হলেন অভিনেতা। তাঁর আগের পক্ষের সন্তান মাহিকা ও মায়রা খুবই আনন্দিত তাঁদের নতুন ভাইকে পেয়ে।