ETV Bharat / sitara

ভয়ের উর্ধ্বে নন অ্যাকশন হিরো টাইগারও.. - টাইগার শ্রফের খবর

পরদায় সাহসী চরিত্রে দেখা যায় টাইগার শ্রফকে । যে কোনও বাধাকে তিনি অতিক্রম করে যেতে পারেন এক চুটকিতে । তবে বাস্তবে একটি বিষয়কে ভয় পান অভিনেতা । কী সেটা ?

tiger shroff fear of heights
tiger shroff fear of heights
author img

By

Published : May 26, 2020, 5:26 PM IST

মুম্বই : অ্যাকশন হিরো, ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেন টাইগার । প্রায় সুপারহিরো অবতারে দেখা যায় তাঁকে পরদায় । তবে বাস্তবে একটা ব্যাপারকে ভয় পান অভিনেতা । তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানালেন যে, উচ্চতাকে ভয় পান তিনি ।

একটি স্লো মোশন ভিডিয়ো শেয়ার করেছেন টাইগার । সেখানে তাঁকে সামারসল্ট দিতে দেখা যাচ্ছে একাধিক পোজ়িশনে । আর প্রতিবারই লাফানোর সময়ে নিজের চোখ বন্ধ করে দিচ্ছেন অভিনেতা ।

ক্যাপশনে টাইগার লিখেছেন, "যখনই আমি ওই উচ্চতায় উঠি, চোখ বন্ধ করে নিই...আর কেউ আছে যে উচ্চতাকে ভয় পায় ?" প্রশ্ন করেছেন তিনি ।

যদিও তাঁর প্রশ্নের উত্তর কেউ দেননি সরাসরি, কিন্তু টাইগারের ইস্পাতের মতো কঠিন শরীর দেখে মুগ্ধ নেটিজেনরা । 'ফ্লাইং টাইগার' বা 'ফিয়ারলেস টাইগার' বলে ফ্যানেরা প্রশংসা করতে থাকেন তাঁর ।

দেখে নিন টাইগারের পোস্ট...

মুম্বই : অ্যাকশন হিরো, ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেন টাইগার । প্রায় সুপারহিরো অবতারে দেখা যায় তাঁকে পরদায় । তবে বাস্তবে একটা ব্যাপারকে ভয় পান অভিনেতা । তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানালেন যে, উচ্চতাকে ভয় পান তিনি ।

একটি স্লো মোশন ভিডিয়ো শেয়ার করেছেন টাইগার । সেখানে তাঁকে সামারসল্ট দিতে দেখা যাচ্ছে একাধিক পোজ়িশনে । আর প্রতিবারই লাফানোর সময়ে নিজের চোখ বন্ধ করে দিচ্ছেন অভিনেতা ।

ক্যাপশনে টাইগার লিখেছেন, "যখনই আমি ওই উচ্চতায় উঠি, চোখ বন্ধ করে নিই...আর কেউ আছে যে উচ্চতাকে ভয় পায় ?" প্রশ্ন করেছেন তিনি ।

যদিও তাঁর প্রশ্নের উত্তর কেউ দেননি সরাসরি, কিন্তু টাইগারের ইস্পাতের মতো কঠিন শরীর দেখে মুগ্ধ নেটিজেনরা । 'ফ্লাইং টাইগার' বা 'ফিয়ারলেস টাইগার' বলে ফ্যানেরা প্রশংসা করতে থাকেন তাঁর ।

দেখে নিন টাইগারের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.