ETV Bharat / sitara

আমি কোনওদিন বাবার মতো হতে পারব না : টাইগার শ্রফ - টাইগার শ্রফের খবর

টাইগার শ্রফ, যিনি এরইমধ্যে অসংখ্য অনুরাগীর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, মনে করেন যে জ্যাকি শ্রফের জায়গায় তিনি কখনই পৌঁছতে পারবেন না ।

tiger shroff on jacky shrofftiger shroff on jacky shroff
tiger shroff on jacky shrofftiger shroff on jacky shroff
author img

By

Published : Oct 8, 2020, 8:02 PM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে ফেলেছেন টাইগার । তাঁর নাচ, তাঁর শরীরের ভাঙাচোরা, তাঁর অ্যাকশন ফিল্ম এবং সম্প্রতি তাঁর গান...মন জিতে নিয়েছে দর্শকের । তবে টাইগার কখনই তাঁর বাবা জ্যাকি শ্রফের মতো হতে পারবেন না, জানালেন নিজেই ।

জ্যাকি শ্রফের একটা নিজস্ব স্টাইল আছে । হ্যান্ডসাম হাঙ্ক জ্যাকি অনেককেই কুপোকাত করেছেন তাঁর শীতল চাহনি, তাঁর পেটানো শরীর দিয়ে । শুধু তাই নয়, জ্যাকি শ্রফের অভিনয়ও মুগ্ধ করেছে সমালোচক ও দর্শককে ।

টাইগার বললেন, "প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা একজন আইকন । সবাই তার বাবার মতো হয়ে উঠতে চায় । সেই ছোটোবেলা থেকে আমিও বাবার মতো হতে চেয়েছি । বাবাই আমার হিরো ।"

tiger shroff on jacky shroff
.

সঙ্গে এটাও বললেন, "আমি কোনওদিন বাবার মতো হতে পারব না । তবে আমি চাই যে, আমার কাজে বাবা যেন গর্ববোধ করে । আমার জীবনের উদ্দেশ্যই হল পরিবারের জন্য বাঁচা আর ওঁরা আমায় যা দিয়েছেন, তার দশগুণ ফিরিয়ে দেওয়া ।"

জ্যাকির এক মেয়েও আছে, নাম কৃষ্ণা । তারকা হয়ে গেলেও বাবা-মায়ের সঙ্গে বন্ধনটা অটুটই আছে টাইগারের ।

মুম্বই : ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে ফেলেছেন টাইগার । তাঁর নাচ, তাঁর শরীরের ভাঙাচোরা, তাঁর অ্যাকশন ফিল্ম এবং সম্প্রতি তাঁর গান...মন জিতে নিয়েছে দর্শকের । তবে টাইগার কখনই তাঁর বাবা জ্যাকি শ্রফের মতো হতে পারবেন না, জানালেন নিজেই ।

জ্যাকি শ্রফের একটা নিজস্ব স্টাইল আছে । হ্যান্ডসাম হাঙ্ক জ্যাকি অনেককেই কুপোকাত করেছেন তাঁর শীতল চাহনি, তাঁর পেটানো শরীর দিয়ে । শুধু তাই নয়, জ্যাকি শ্রফের অভিনয়ও মুগ্ধ করেছে সমালোচক ও দর্শককে ।

টাইগার বললেন, "প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা একজন আইকন । সবাই তার বাবার মতো হয়ে উঠতে চায় । সেই ছোটোবেলা থেকে আমিও বাবার মতো হতে চেয়েছি । বাবাই আমার হিরো ।"

tiger shroff on jacky shroff
.

সঙ্গে এটাও বললেন, "আমি কোনওদিন বাবার মতো হতে পারব না । তবে আমি চাই যে, আমার কাজে বাবা যেন গর্ববোধ করে । আমার জীবনের উদ্দেশ্যই হল পরিবারের জন্য বাঁচা আর ওঁরা আমায় যা দিয়েছেন, তার দশগুণ ফিরিয়ে দেওয়া ।"

জ্যাকির এক মেয়েও আছে, নাম কৃষ্ণা । তারকা হয়ে গেলেও বাবা-মায়ের সঙ্গে বন্ধনটা অটুটই আছে টাইগারের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.