মুম্বই : চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা সবকিছু করতে পারেন । টাইগার শ্রফ বোধহয় সেই থিয়োরিতেই বিশ্বাস করেন । 'বাঘি 3'-এর শুটিংয়ে টাইগারের ডেডিকেশন আর পরিশ্রম কতটা ছিল জানেন ?
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন টাইগার । সেখানে চলছে 'বাঘি 3'-এর ক্লাইম্য়াক্স দৃশ্যের শুটিং । শার্টলেস টাইগার তাঁর মন্দিরের মতো তৈরি শরীরকে শো করছেন, দু'হাতে তাঁর লম্বা নলের বন্দুক ।
অভিনেতা লিখেছেন, "মাইনাস 7 ডিগ্রি তাপমাত্রা আমার শরীর বেয়ে ভিতরে ঢুকছে । তার উপরে স্টর্ম ফ্যানের অত্যাচার । আমার পরিচালকের ইনস্ট্রাকশন শোনার চেষ্টা করছি । দাঁড়িয়ে থাকার আপ্রাণ চেষ্টা করছি, আমার হাতে থাকা বন্দুক দু'টোকে ধন্যবাদ । তবে হাওয়ার গতিকে তো একেবারেই নয় ।"
মজা করে টাইগার লিখেছেন, "পোশাক পরিচ্ছদ পরিনি সেভাবে । বাঘি-3-এর সেটে আর একটা সাধারণ দিন ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোরোনা নিয়ে আতঙ্ক শুরু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পায় বাঘি 3, 6 মার্চ 2020 । যদিও শুরুটা দারুণ ভাবে হয়, তবে এই অতিমারীর ফলে অনেকটাই ক্ষতিগ্রস্থ হয় সিনেমার বক্স অফিস কালেকশন । আর কিছুদিন পর তো দেশজুড়ে সমস্ত সিনেমার স্ক্রিনিংও বন্ধ করে দেওয়া হয়, বাদ পড়ে না 'বাঘি 3'-ও ।