ETV Bharat / sitara

NCB কাণ্ডের পর এই প্রথম মিডিয়ায় মুখ খুললেন দীপিকা - দীপিকা পাড়ুকোনের খবর

NCB কাণ্ডের পর লাইমলাইট থেকে একদম দূরে ছিলেন দীপিকা পাড়ুকোন । গোয়ায় শুটিং করেছেন, মুম্বইয়ের আনাচেকানাচে দেখা গেছে তাঁকে, তবে মিডিয়ার থেকে যেন একটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি । কথাও বলেননি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে । এই প্রথম মুখ খুললেন দীপিকা । জানালেন তাঁর দিওয়ালি সেলিব্রেশনের পরিকল্পনা ।

deepika padukone diwali celebration
deepika padukone diwali celebration
author img

By

Published : Nov 13, 2020, 12:24 PM IST

মুম্বই : এই বছরের দিওয়ালিটা অন্য়রকম । কোরোনা এসে বদলে দিয়েছে সবটা । সেলিব্রেশনের মানসিকতাও নেই কারও মধ্যে । আর জনসমাগমকে এড়িয়ে চলাই ভালো এই বছর । তাই সবাই ছোটো করে নিজেদের বাড়িতেই সেলিব্রেট করছেন দিওয়ালিটা । দীপিকা পাড়ুকোনের সংসারেও কোনও ব্যতিক্রম হচ্ছে না এবার ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিজের দিওয়ালি প্ল্যানের কথা জানালেন অভিনেত্রী । তিনি বলেন, "এই বছর একদম ছোটো করে সেলিব্রেশন হবে । চারিদিকে সবার পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি । সবার জন্য এই বছরটা কঠিন ছিল । তাই আমরা বাড়িতেই থাকব, একটু পুজো করব আর পরিবারের সঙ্গে সময় কাটাব ।"

কয়েক মাস আগে বলিউডের ড্রাগ চক্রে জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের নাম । NCB-র মুখোমুখি হতে হয়েছে তাঁকে এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে । এখনও ক্লিনচিট পাননি তাঁরা । তারপর থেকে একটু আড়ালেই রয়েছেন অভিনেত্রী ।

deepika padukone diwali celebration
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকীর দিন..

দিওয়ালিতে কী প্রার্থনা করবেন ? এই প্রশ্নে বলিউডের এ-লিস্টার দীপিকা বলেন, "এই বছর আমি একার জন্য নয়, সবার জন্য প্রার্থনা করতে চাই । সবাই শারীরিক ও মানসিকভাবে যেন সুস্থ থাকে ।"

তবুও এই বছরের দিওয়ালিটা দীপিকার জন্য একটা "অম্লমধুর" অনুভূতি নিয়ে এসেছে । তাঁর কাছে এই সময়টা ভালো-খারাপ মেশানো । সব যেন স্বাভাবিক হয়ে যায়, প্রার্থনা অভিনেত্রীর ।

মুম্বই : এই বছরের দিওয়ালিটা অন্য়রকম । কোরোনা এসে বদলে দিয়েছে সবটা । সেলিব্রেশনের মানসিকতাও নেই কারও মধ্যে । আর জনসমাগমকে এড়িয়ে চলাই ভালো এই বছর । তাই সবাই ছোটো করে নিজেদের বাড়িতেই সেলিব্রেট করছেন দিওয়ালিটা । দীপিকা পাড়ুকোনের সংসারেও কোনও ব্যতিক্রম হচ্ছে না এবার ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিজের দিওয়ালি প্ল্যানের কথা জানালেন অভিনেত্রী । তিনি বলেন, "এই বছর একদম ছোটো করে সেলিব্রেশন হবে । চারিদিকে সবার পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি । সবার জন্য এই বছরটা কঠিন ছিল । তাই আমরা বাড়িতেই থাকব, একটু পুজো করব আর পরিবারের সঙ্গে সময় কাটাব ।"

কয়েক মাস আগে বলিউডের ড্রাগ চক্রে জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের নাম । NCB-র মুখোমুখি হতে হয়েছে তাঁকে এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে । এখনও ক্লিনচিট পাননি তাঁরা । তারপর থেকে একটু আড়ালেই রয়েছেন অভিনেত্রী ।

deepika padukone diwali celebration
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকীর দিন..

দিওয়ালিতে কী প্রার্থনা করবেন ? এই প্রশ্নে বলিউডের এ-লিস্টার দীপিকা বলেন, "এই বছর আমি একার জন্য নয়, সবার জন্য প্রার্থনা করতে চাই । সবাই শারীরিক ও মানসিকভাবে যেন সুস্থ থাকে ।"

তবুও এই বছরের দিওয়ালিটা দীপিকার জন্য একটা "অম্লমধুর" অনুভূতি নিয়ে এসেছে । তাঁর কাছে এই সময়টা ভালো-খারাপ মেশানো । সব যেন স্বাভাবিক হয়ে যায়, প্রার্থনা অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.