মুম্বই : সোশাল মিডিয়ায় কয়েকদিন অন্তর নিজের পোষ্যদের ছবি না দিলে হয় না আলিয়ার । এডওয়ার্ড আর জুনিপর যে তাঁর জীবনের অঙ্গ, সেটা বুঝতে বাকি নেই নেটিজেনদের । সম্প্রতি আরও একটি মিষ্টি ছবি শেয়ার করলেন আলিয়া ।
সেই ছবিতে সাদা ধবধবে এডওয়ার্ডকে কোলে নিয়ে বসে অভিনেত্রী । তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি । সেও বেশ উপভোগ করছে ঝিমঝিম চোখে ।
ক্যাপশনে আলিয়া লিখেছেন, "আমার অনুপ্রেরণা..." দেখে নিন তাঁর পোস্ট
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলিয়া নিজের সোশাল মিডিয়ার কমেন্ট বক্স বন্ধ করে রেখেছিলেন । তবে সম্প্রতি সেটা খুলে দিয়েছেন তিনি ।
শুধু তাই নয়, স্টারকিড হওয়ার কারণে আলিয়ার ফলোয়ার সংখ্যা তরতরিয়ে নিচের দিকে নামতে শুরু করেছিল । যোগ্য়তার বিচার না করেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা । সেই পরিস্থিতিও আজ অনেকটা সামলেছে । 50 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছেন মিস ভাট ।