ETV Bharat / sitara

সহকর্মী হিসেবে প্রিয়াঙ্কা কেমন ? কঙ্গনা বললেন... - কঙ্গনা রানাওয়াতের খবর

সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বেশ খুশি কঙ্গনা রানাওয়াত । মধুর ভান্ডারকর পরিচালিত 'ফ্যাশন' ছবিতে তাক লাগানো অভিনয় করেছিলেন কঙ্গনা । তবে ছবির হিরোইন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । সহকর্মী প্রিয়াঙ্কাকে নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর, বরং প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি পিগি চপসকে ।

kangana ranaut appreciates priyanka chopra
kangana ranaut appreciates priyanka chopra
author img

By

Published : Oct 30, 2020, 12:11 PM IST

মুম্বই : 'ফ্যাশন' ছবিটি বলিউডের এক অন্যতম সেরা একটি ছবি । এই ছবি শুধুমাত্র স্টোরিটেলিংয়ের ভাষাকে বদলেছে তা নয়, সঙ্গে দুই অভিনেত্রীকে শক্ত জমি দিয়েছে বলিউডে । তাঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাওয়াত । সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অনস্ক্রিন ও অফস্ক্রিন এক দারুণ বন্ড শেয়ার করেন কঙ্গনা । সেই কথাই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।

kangana ranaut appreciates priyanka chopra
.

তিনি বলেন, "প্রিয়াঙ্কা দারুণ মানুষ । আমি যখন স্কুলে পড়ি, তখন থেকে প্রিয়াঙ্কার সিনেমা দেখেছি । সেই সময়ও ও স্টার ছিল । তাই যখন আমি প্রথম প্রিয়াঙ্কাকে মিট করি, বিহ্বল হয়ে পড়ি । তবে প্রিয়াঙ্কা আমায় কখনও জুনিয়র হিসেবে ট্রিট করেনি । আমার সঙ্গে খাবারও শেয়ার করেছে ও ।"

কঙ্গনার সঙ্গে তাঁর সহকর্মীদের সম্পর্ক খুব একটা সরলরেখায় চলে না । বলিউডের একাধিক সুপারস্টারের বিরুদ্ধে গলা তুলেছেন অভিনেত্রী । অনেকে আবার কঙ্গনার সঙ্গে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাই প্রিয়াঙ্কাকে নিয়ে কঙ্গনার এই মন্তব্য সত্যিই বিরল ।

kangana ranaut appreciates priyanka chopra
.

'ফ্যাশন'-এর জন্য প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান । তবে কঙ্গনাও পিছিয়ে থাকেননি, তিনিও সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন । এই দুই অভিনেত্রী ছাড়াও মুগ্ধা গডসে, রোহিত রায়, সমীর সোনির মতো একাধিক তারকা ছিলেন এই ছবিতে ।

মুম্বই : 'ফ্যাশন' ছবিটি বলিউডের এক অন্যতম সেরা একটি ছবি । এই ছবি শুধুমাত্র স্টোরিটেলিংয়ের ভাষাকে বদলেছে তা নয়, সঙ্গে দুই অভিনেত্রীকে শক্ত জমি দিয়েছে বলিউডে । তাঁরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাওয়াত । সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অনস্ক্রিন ও অফস্ক্রিন এক দারুণ বন্ড শেয়ার করেন কঙ্গনা । সেই কথাই বললেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।

kangana ranaut appreciates priyanka chopra
.

তিনি বলেন, "প্রিয়াঙ্কা দারুণ মানুষ । আমি যখন স্কুলে পড়ি, তখন থেকে প্রিয়াঙ্কার সিনেমা দেখেছি । সেই সময়ও ও স্টার ছিল । তাই যখন আমি প্রথম প্রিয়াঙ্কাকে মিট করি, বিহ্বল হয়ে পড়ি । তবে প্রিয়াঙ্কা আমায় কখনও জুনিয়র হিসেবে ট্রিট করেনি । আমার সঙ্গে খাবারও শেয়ার করেছে ও ।"

কঙ্গনার সঙ্গে তাঁর সহকর্মীদের সম্পর্ক খুব একটা সরলরেখায় চলে না । বলিউডের একাধিক সুপারস্টারের বিরুদ্ধে গলা তুলেছেন অভিনেত্রী । অনেকে আবার কঙ্গনার সঙ্গে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন । তাই প্রিয়াঙ্কাকে নিয়ে কঙ্গনার এই মন্তব্য সত্যিই বিরল ।

kangana ranaut appreciates priyanka chopra
.

'ফ্যাশন'-এর জন্য প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান । তবে কঙ্গনাও পিছিয়ে থাকেননি, তিনিও সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন । এই দুই অভিনেত্রী ছাড়াও মুগ্ধা গডসে, রোহিত রায়, সমীর সোনির মতো একাধিক তারকা ছিলেন এই ছবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.