মুম্বই, 13 জানুয়ারি : তিনটি কৃষি আইনের উপর গতকাল স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । এর পাশাপাশি ওই আইন খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে । শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠনগুলি । যদিও যতদিন না আইন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা । আর এতেই কৃষক আন্দোলন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী ।
তিনি বলেন, "সুপ্রিম কোর্ট যে কৃষি আইনকে স্থগিত করে দিয়েছে এটা ভালোই হয়েছে । আশাকরি এতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে । এত কথার পরও কৃষকদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না । আসলে কৃষকরা নিজেরাই জানেন না যে তাঁরা কী চান । আর কৃষি আইনে কী সমস্যা রয়েছে । আসলে কেউ ওঁদের বিক্ষোভ দেখাতে বলছেন সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন ।" যদিও হেমা মালিনীর এই মন্তব্য ভালোভাবে নেয়নি আম আদমি পার্টি । এর জন্য পালটা ময়দানে নামতে দেখা গিয়েছে তাদের ।
আরও পড়ুন : কৃষি আইনে স্থগিতাদেশ
উনিশের লোকসভা নির্বাচনে ভোট প্রচারের আগে নিজের কেন্দ্র মথুরাতে গিয়ে ভোটের প্রচার করেছিলেন হেমা । সেই সময় মাঠে নেমে কৃষকদের সাহায্য করতেও দেখা গিয়েছিল তাঁকে । এমনকী, ট্রাক্টর চালানো থেকে শুরু করে মাঠে নেমে ধান কাটা ও ফসল মাথায় নিয়ে আলের উপর হেঁটেছিলেন তিনি । তার জন্য অনেক সমালোচনা শুনতে হয়েছিল তাঁকে । ভোটের সময় তাঁর সেই ছবি পোস্ট করে অনেকেই বলেছিলেন "এটা ভোটের জন্য ভিক্ষা করার কৌশল ছাড়া আর কিছুই নয় ।"
আর এবার সোশাল মিডিয়ায় সেই সময়কার একটা ছবি পোস্ট করে আম আদমি পার্টি । সেখানে হেমাকে ফসল হাতে নিয়ে খেতের মধ্যে দেখা গিয়েছে । এই ছবির ক্যাপশনে লেখে, "একমাত্র কৃষক, যিনি কৃষি আইন নিয়ে সমস্যা কী সমস্যা রয়েছে তা বোঝেন না ।"
-
The only farmer who doesn't understand the problem with the farm laws 👇🏼 https://t.co/N3anUeZnu5 pic.twitter.com/AdIj0SYEE1
— AAP (@AamAadmiParty) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The only farmer who doesn't understand the problem with the farm laws 👇🏼 https://t.co/N3anUeZnu5 pic.twitter.com/AdIj0SYEE1
— AAP (@AamAadmiParty) January 13, 2021The only farmer who doesn't understand the problem with the farm laws 👇🏼 https://t.co/N3anUeZnu5 pic.twitter.com/AdIj0SYEE1
— AAP (@AamAadmiParty) January 13, 2021
সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে, তাতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, ড. প্রমোদ কুমার জোশি, অনিল ধানওয়াত ও বি এস মান ৷ এই কমিটির সঙ্গে কৃষকদের সাহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে । যদিও এই কমিটি মানতে নারাজ কৃষক সংগঠনগুলি । তাদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে ।