ETV Bharat / sitara

আউটসাইডার vs আউটসাইডার : সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে বলিউডের নতুন খেলা - তাপসী পান্নুর খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বিচার চাইতে গিয়ে আজ চিত্রনাট্য ফিকে হয়ে গেছেন সুশান্ত নিজেই ।

kangna ranaut latest news
kangna ranaut latest news
author img

By

Published : Jul 25, 2020, 4:11 PM IST

ফ্যানেরা যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সত্যিটা জানার অপেক্ষা করছেন, কঙ্গনা রানাওয়াত তখন একের পর এক সেনসেশানল মন্তব্য করে হেডলাইন তৈরি করে চলেছেন ।

বলিউডের তাবড় ব্যক্তিত্বদের দিকে আঙুল তুলছেন কঙ্গনা, বাদ দিচ্ছেন না ফিল্ম ক্রিটিক আর জার্নালিস্টদেরও । করণ জোহর বা আদিত্য চোপড়ার মতো বড় প্রযোজকদের বিরুদ্ধেও কথা বলছেন কঙ্গনা রানাওয়াত ।

kangna ranaut latest news
.

ধীরে ধীরে পুরো বিষয়টাকে একটা তিক্ততার দিকে নিয়ে যাচ্ছেন কঙ্গনা । করণ জোহর, আলিয়া ভাট, তাপসী পান্নু বা স্বরা ভাস্করের বিরুদ্ধে খুব অবাঞ্ছিত মন্তব্য করে চলেছেন । আর এভাবেই নিজেকে এই ইন্ডাস্ট্রিতে শোষিত বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন অভিনেত্রী ।

এখন ইনসাইডার vs আউটসাইডার বিতর্কটা আউটসাইডার vs আউটসাইডার বিতর্কে পরিণত হয়েছে । কারণ তাপসী বা স্বরার মতো তথাকথিত আউটসাইডারকেও ছাড়ছেন না কঙ্গনা । তাঁদের 'B গ্রেড অভিনেত্রী' বলা থেকে শুরু করে মহেশ ভাটের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনা বা অনুরাগ কাশ্যপকে 'মিনি মহেশ ভাট'-এর তকমা দেওয়া, অপ্রতিরোধ্য কঙ্গনা ।

kangna ranaut latest news
.

তবে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলতে চাননি তাপসী । তিনি কারও মৃত্যুর সুযোগ নিয়ে নিজের ব্যক্তিগত তিক্ততা প্রকাশ করতে চাননি । যে ইন্ডাস্ট্রি তাঁকে পরিচিতি দিয়েছে, সেই ইন্ডাস্ট্রির অপমান করার কথা ভাবকে পারেননি তাপসী । অন্যদিকে স্বরা ভাস্কর, যিনি মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি কঙ্গনাকে ছেড়ে কথা বলেননি ।

পূজা ভাটের সঙ্গে টুইটার ওয়ারে কঙ্গনা আউটসাইডারদের প্রতি একটু ভালো ব্যবহারের দাবি জানিয়েছেন । তবে সেই কঙ্গনাই নাকি 'তনু ওয়েডস মনু' ছবির সেটে আউটসাইডার স্বরা ভাস্করের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরা ।

kangna ranaut latest news
.

পুরো বিষয়টা দিন দিন মূল বিতর্ক থেকে সরে যাচ্ছে । কঙ্গনার এই দ্বিচারিতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা । ইন্ডাস্ট্রিকে শোধরাতে গিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে আগুন লাগানোর চেষ্টা করছেন অভিনেত্রী, অভিযোগ সোশাল মিডিয়া ইউজ়ারদের ।

সুশান্তের সঙ্গে আসলে কী হয়েছিল, তা নিয়ে জানতে গিয়ে এই গ্ল্যামার দুনিয়ার অনেক অন্ধকার সামনে আসছে । তার মধ্যে কোথাও সুশান্ত হারিয়ে যাচ্ছেন না তো ? প্রশ্ন সুশান্ত-প্রেমীদের, যারা আজও অভিনেতার সেই অমলিন হাসিকে ভুলতে পারেন না ।

আউটসাইডার vs আউটসাইডার ব্যাটল

ফ্যানেরা যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সত্যিটা জানার অপেক্ষা করছেন, কঙ্গনা রানাওয়াত তখন একের পর এক সেনসেশানল মন্তব্য করে হেডলাইন তৈরি করে চলেছেন ।

বলিউডের তাবড় ব্যক্তিত্বদের দিকে আঙুল তুলছেন কঙ্গনা, বাদ দিচ্ছেন না ফিল্ম ক্রিটিক আর জার্নালিস্টদেরও । করণ জোহর বা আদিত্য চোপড়ার মতো বড় প্রযোজকদের বিরুদ্ধেও কথা বলছেন কঙ্গনা রানাওয়াত ।

kangna ranaut latest news
.

ধীরে ধীরে পুরো বিষয়টাকে একটা তিক্ততার দিকে নিয়ে যাচ্ছেন কঙ্গনা । করণ জোহর, আলিয়া ভাট, তাপসী পান্নু বা স্বরা ভাস্করের বিরুদ্ধে খুব অবাঞ্ছিত মন্তব্য করে চলেছেন । আর এভাবেই নিজেকে এই ইন্ডাস্ট্রিতে শোষিত বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন অভিনেত্রী ।

এখন ইনসাইডার vs আউটসাইডার বিতর্কটা আউটসাইডার vs আউটসাইডার বিতর্কে পরিণত হয়েছে । কারণ তাপসী বা স্বরার মতো তথাকথিত আউটসাইডারকেও ছাড়ছেন না কঙ্গনা । তাঁদের 'B গ্রেড অভিনেত্রী' বলা থেকে শুরু করে মহেশ ভাটের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনা বা অনুরাগ কাশ্যপকে 'মিনি মহেশ ভাট'-এর তকমা দেওয়া, অপ্রতিরোধ্য কঙ্গনা ।

kangna ranaut latest news
.

তবে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলতে চাননি তাপসী । তিনি কারও মৃত্যুর সুযোগ নিয়ে নিজের ব্যক্তিগত তিক্ততা প্রকাশ করতে চাননি । যে ইন্ডাস্ট্রি তাঁকে পরিচিতি দিয়েছে, সেই ইন্ডাস্ট্রির অপমান করার কথা ভাবকে পারেননি তাপসী । অন্যদিকে স্বরা ভাস্কর, যিনি মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি কঙ্গনাকে ছেড়ে কথা বলেননি ।

পূজা ভাটের সঙ্গে টুইটার ওয়ারে কঙ্গনা আউটসাইডারদের প্রতি একটু ভালো ব্যবহারের দাবি জানিয়েছেন । তবে সেই কঙ্গনাই নাকি 'তনু ওয়েডস মনু' ছবির সেটে আউটসাইডার স্বরা ভাস্করের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরা ।

kangna ranaut latest news
.

পুরো বিষয়টা দিন দিন মূল বিতর্ক থেকে সরে যাচ্ছে । কঙ্গনার এই দ্বিচারিতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা । ইন্ডাস্ট্রিকে শোধরাতে গিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে আগুন লাগানোর চেষ্টা করছেন অভিনেত্রী, অভিযোগ সোশাল মিডিয়া ইউজ়ারদের ।

সুশান্তের সঙ্গে আসলে কী হয়েছিল, তা নিয়ে জানতে গিয়ে এই গ্ল্যামার দুনিয়ার অনেক অন্ধকার সামনে আসছে । তার মধ্যে কোথাও সুশান্ত হারিয়ে যাচ্ছেন না তো ? প্রশ্ন সুশান্ত-প্রেমীদের, যারা আজও অভিনেতার সেই অমলিন হাসিকে ভুলতে পারেন না ।

আউটসাইডার vs আউটসাইডার ব্যাটল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.