ETV Bharat / sitara

গন্ধ শুঁকেই খাজ়ানার খোঁজ ! ইঙ্গিত 'লাল কাপ্তান'-এর ট্রেলারে - 'Laal Kaptaan's second trailer 'The Chase' begins

শুধু সইফ আলি খানই নন । প্রতিটা চরিত্রই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিচালক নবদীপ সিং ।

ছবি
author img

By

Published : Sep 29, 2019, 2:13 PM IST

মুম্বই : কুকুরের ঘ্রাণশক্তি খুবই ভালো । গন্ধ শুঁকেই অনেক সমস্যার সমাধান করে দেয় তারা । কিন্তু, গন্ধ শুঁকে 'খাজ়ানা' খোঁজা মানুষের পক্ষে অসম্ভব । তবে 'লাল কাপ্তান' ছবির দ্বিতীয় ট্রেলার সেই অসম্ভবকেই সম্ভব করার গল্প দেখানো হয়েছে ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ট্রেলার । নাম ছিল 'দা হান্ট' । আর গতকাল মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় ট্রেলার । নাম 'দা চেজ়' । প্রথম ট্রেলার শুরু হয়েছিল সইফ আলি খানের ভয়ঙ্কর লুক দিয়ে । সেখানে মৃত্যুর গল্প শুনিয়েছিলেন তিনি । ভয়েস ওভার ছিল সোনাক্ষী সিনহার । আর নতুন ট্রেলারে দেখা গেছে কয়েকটি নতুন চরিত্রকে ।

ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে দীপক দোবরিয়ালকে । ঘ্রাণ শক্তি প্রবল । তাঁর সব সময়ের সঙ্গী দুটি কুকুর । 'খাজ়ানা' কোথায় রেয়েছে তা শুধু গন্ধ শুঁকেই বলে দিতে পারেন তিনি । অন্যদিকে, এই ট্রেলারেই দেখা গেছে সোনাক্ষী সিনহাকে । দেখা গেছে জ়োয়া হুসেনকেও ।

শুধু সইফ আলি খানই নন । প্রতিটা চরিত্রই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিচালক নবদীপ সিং । ড্রামা, সাসপেন্স, থ্রিলার ও প্রতিশোধ সবেতেই যে ছবিটি ভরপর থাকবে তা ট্রেলার থেকেই কিছুটা আন্দাজ পাওয়া গেছে ।

সব ঠিক থাকলে ১৮ অক্টোবর মুক্তি পাবে 'লাল কাপ্তান' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : কুকুরের ঘ্রাণশক্তি খুবই ভালো । গন্ধ শুঁকেই অনেক সমস্যার সমাধান করে দেয় তারা । কিন্তু, গন্ধ শুঁকে 'খাজ়ানা' খোঁজা মানুষের পক্ষে অসম্ভব । তবে 'লাল কাপ্তান' ছবির দ্বিতীয় ট্রেলার সেই অসম্ভবকেই সম্ভব করার গল্প দেখানো হয়েছে ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ট্রেলার । নাম ছিল 'দা হান্ট' । আর গতকাল মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় ট্রেলার । নাম 'দা চেজ়' । প্রথম ট্রেলার শুরু হয়েছিল সইফ আলি খানের ভয়ঙ্কর লুক দিয়ে । সেখানে মৃত্যুর গল্প শুনিয়েছিলেন তিনি । ভয়েস ওভার ছিল সোনাক্ষী সিনহার । আর নতুন ট্রেলারে দেখা গেছে কয়েকটি নতুন চরিত্রকে ।

ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে দীপক দোবরিয়ালকে । ঘ্রাণ শক্তি প্রবল । তাঁর সব সময়ের সঙ্গী দুটি কুকুর । 'খাজ়ানা' কোথায় রেয়েছে তা শুধু গন্ধ শুঁকেই বলে দিতে পারেন তিনি । অন্যদিকে, এই ট্রেলারেই দেখা গেছে সোনাক্ষী সিনহাকে । দেখা গেছে জ়োয়া হুসেনকেও ।

শুধু সইফ আলি খানই নন । প্রতিটা চরিত্রই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিচালক নবদীপ সিং । ড্রামা, সাসপেন্স, থ্রিলার ও প্রতিশোধ সবেতেই যে ছবিটি ভরপর থাকবে তা ট্রেলার থেকেই কিছুটা আন্দাজ পাওয়া গেছে ।

সব ঠিক থাকলে ১৮ অক্টোবর মুক্তি পাবে 'লাল কাপ্তান' ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.