ETV Bharat / sitara

হাড্ডাহাড্ডি লড়াই - থাপ্পড়

অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন অ্যার্টস অ্যাওয়ার্ডস অর্থাৎ AACTA-এর মঞ্চে এবার একঝাঁক ভারতীয় সিনেমা । 'থাপ্পড়', 'ছপাক' এবং 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'- এই তিনটি ছবি জায়গা করে নিল সেরা ছবির মনোনয়নে ।

Subh Mangal Zyada Saavdhan latest news
Subh Mangal Zyada Saavdhan latest news
author img

By

Published : Nov 21, 2020, 10:45 AM IST

মুম্বই : ভারতীয় সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে 'থাপ্পড়', 'ছপাক' এবং 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' । অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন অ্যার্টস অ্যাওয়ার্ডস অর্থাৎ AACTA-এর মঞ্চে সেরা ছবির মনোনয়নে জায়গা করে নিল এই তিন ছবি ।

সমাজের তিনটি আলাদা ধরনের সমস্যাকে অ্যাড্রেস করা হয়েছে এই তিন ছবিতে । 'ছপাক', ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অ্যাসিড অ্যাটাক ভিক্টিমের যন্ত্রণা, তার লড়াইকে তুলে ধরা হয়েছে । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' আবার সমকামী প্রেম নিয়ে সমাজের ছুৎমার্গকে ভাঙার চেষ্টা করে ।

'থাপ্পড়'-এর গল্পটা আবার একেবারে আলাদা । আপাত দৃষ্টিতে দেখলে এই ছবিতে কোনও লড়াই নেই । একজন গৃহবধূ, যে প্রতি মুহূর্তে তার স্বামী ও পরিবারের খেয়াল রাখে, তাকে হঠাৎ একদিন তার স্বামী রাগের মাথায় চড় মেরে দেয় । প্রফেশনাল জীবনের ঝামেলায় বিরক্ত হয়ে ভরা পার্টির মাঝে স্ত্রীকে চড় মেরে দেয় সে । পরে ক্ষমাও চেয়ে নেয় । কিন্তু স্ত্রী ডিভোর্স ফাইল করে ।

হঠাৎ করে এই গল্প শুনলে মনে হবে এটা স্ত্রীয়ের বাড়াবাড়ি । একটা মাত্র চড় তো ! মিটিয়ে নিলেই হত...আর পরিচালক অনুভব সিনহা সমাজের এই দিকটিকেই অ্যাড্রেস করতে চেয়েছেন । যে সমাজ মনে করে যে, স্বামী রাগের মাথায় একটা চড় মেরেছে তো কী হয়েছে ? ইচ্ছে করে তো আর করেনি, হয়ে গেছে..বউটা মেনে নিলেই পারত ।

এই রকম তিন সামাজিক বার্তা দেওয়া হয়েছে এই তিন ছবিতে । আর এই তিন ছবিই একসঙ্গে জায়গা করে নিয়েছে AACTA-এর সেরা ছবির মনোনয়নে । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ খবরটি জানিয়েছেন সোশাল মিডিয়ায় ।

মুম্বই : ভারতীয় সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে 'থাপ্পড়', 'ছপাক' এবং 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' । অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন অ্যার্টস অ্যাওয়ার্ডস অর্থাৎ AACTA-এর মঞ্চে সেরা ছবির মনোনয়নে জায়গা করে নিল এই তিন ছবি ।

সমাজের তিনটি আলাদা ধরনের সমস্যাকে অ্যাড্রেস করা হয়েছে এই তিন ছবিতে । 'ছপাক', ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও অ্যাসিড অ্যাটাক ভিক্টিমের যন্ত্রণা, তার লড়াইকে তুলে ধরা হয়েছে । 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' আবার সমকামী প্রেম নিয়ে সমাজের ছুৎমার্গকে ভাঙার চেষ্টা করে ।

'থাপ্পড়'-এর গল্পটা আবার একেবারে আলাদা । আপাত দৃষ্টিতে দেখলে এই ছবিতে কোনও লড়াই নেই । একজন গৃহবধূ, যে প্রতি মুহূর্তে তার স্বামী ও পরিবারের খেয়াল রাখে, তাকে হঠাৎ একদিন তার স্বামী রাগের মাথায় চড় মেরে দেয় । প্রফেশনাল জীবনের ঝামেলায় বিরক্ত হয়ে ভরা পার্টির মাঝে স্ত্রীকে চড় মেরে দেয় সে । পরে ক্ষমাও চেয়ে নেয় । কিন্তু স্ত্রী ডিভোর্স ফাইল করে ।

হঠাৎ করে এই গল্প শুনলে মনে হবে এটা স্ত্রীয়ের বাড়াবাড়ি । একটা মাত্র চড় তো ! মিটিয়ে নিলেই হত...আর পরিচালক অনুভব সিনহা সমাজের এই দিকটিকেই অ্যাড্রেস করতে চেয়েছেন । যে সমাজ মনে করে যে, স্বামী রাগের মাথায় একটা চড় মেরেছে তো কী হয়েছে ? ইচ্ছে করে তো আর করেনি, হয়ে গেছে..বউটা মেনে নিলেই পারত ।

এই রকম তিন সামাজিক বার্তা দেওয়া হয়েছে এই তিন ছবিতে । আর এই তিন ছবিই একসঙ্গে জায়গা করে নিয়েছে AACTA-এর সেরা ছবির মনোনয়নে । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ খবরটি জানিয়েছেন সোশাল মিডিয়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.