মুম্বই : লকডাউনে বন্ধ সবকিছু । ভার্চুয়ালি আলাপচারিতা করা ছাড়া কোনও উপায় নেই । তাই সেই পথেই হাঁটলেন অনিল কাপুর, দিশা পাটানি, আদিত্য রায় কাপুর, কুনাল খেমু । গ্রুপ ভিডিয়ো কলের মাধ্যমে রিইউনিয়ন হল টিম 'মলঙ্গ'-এর ।
ছবির অভিনেত্রী দিশা ভিডিয়ো কলের স্ক্রিনশট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, "পজ়িটিভ ভাইবস ওনলি । আমার প্রিয় পুরুষদের সঙ্গে কোয়ারেন্টাইন রিইউনিয়ন.."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
7 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত 'মলঙ্গ' । ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পায়, প্রশংসিত হয় অনিল কাপুরের অভিনয় ।