ETV Bharat / sitara

মুসলিম সমাজে বোরখার অন্ধকারে ঢেকে যায় প্রতিভা : তসলিমা

জ়ায়রা ওয়াসিমের স্বেচ্ছা অবসর এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে দেশজুড়ে। এই ঘটনায় অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশাল মিডিয়ার পাতায়। তসলিমা নাসরিন তার মধ্যে অন্যতম।

জ়ায়রা ওয়াসিম
author img

By

Published : Jul 1, 2019, 4:47 PM IST

মুম্বই : স্পষ্ট কথা বলেন তসলিমা নাসরিন। এই নিয়ে আজ আর কোনও সন্দেহ নেই। নিজে মুসলিম হলেও এই ধর্মের ভালো-খারাপ নিয়ে বরাবর সরব হয়েছেন এই বাংলাদেশী লেখিকা। জ়ায়রার স্বেচ্ছা অবসরে চমকে গেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই কথাই জানালেন তসলিমা।

টুইটারের পাতায় তিনি লিখেছেন, "গায়ে কাঁটা দিচ্ছে আমার। বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম মনে করছে ওঁর ক্যারিয়ারের জন্য আল্লার সঙ্গে ওঁর দূরত্ব বাড়ছে। তাই ও অভিনয় থেকে অবসর নিচ্ছে। কি বোকার মতো একটা সিদ্ধান্ত !"

তিনি আরও লেখেন, "মুসলিম সমাজে বোরখার অন্ধকারে এভাবেই ঢেকে যায় অনেক প্রতিভা।"

  • Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.

    — taslima nasreen (@taslimanasreen) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

২০১৬ সালে 'দঙ্গল' ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন জ়ায়রা। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পান তিনি। এরপর 'সিক্রেট সুপারস্টার' ছবিতে প্রধান ভূমিকায় দেখা যায় জ়ায়রাকে। ছবিটি ভারতের সঙ্গে সঙ্গে চিনেও সাড়া ফেলে দেয়। সম্প্রতি সোনালি বসুর 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবির শুটিং শেষ করেছেন তিনি। সেটাই তাঁর শেষ কাজ বলে ঘোষণা করেন অভিনেত্রী।

মুম্বই : স্পষ্ট কথা বলেন তসলিমা নাসরিন। এই নিয়ে আজ আর কোনও সন্দেহ নেই। নিজে মুসলিম হলেও এই ধর্মের ভালো-খারাপ নিয়ে বরাবর সরব হয়েছেন এই বাংলাদেশী লেখিকা। জ়ায়রার স্বেচ্ছা অবসরে চমকে গেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই কথাই জানালেন তসলিমা।

টুইটারের পাতায় তিনি লিখেছেন, "গায়ে কাঁটা দিচ্ছে আমার। বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম মনে করছে ওঁর ক্যারিয়ারের জন্য আল্লার সঙ্গে ওঁর দূরত্ব বাড়ছে। তাই ও অভিনয় থেকে অবসর নিচ্ছে। কি বোকার মতো একটা সিদ্ধান্ত !"

তিনি আরও লেখেন, "মুসলিম সমাজে বোরখার অন্ধকারে এভাবেই ঢেকে যায় অনেক প্রতিভা।"

  • Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.

    — taslima nasreen (@taslimanasreen) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

২০১৬ সালে 'দঙ্গল' ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন জ়ায়রা। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পান তিনি। এরপর 'সিক্রেট সুপারস্টার' ছবিতে প্রধান ভূমিকায় দেখা যায় জ়ায়রাকে। ছবিটি ভারতের সঙ্গে সঙ্গে চিনেও সাড়া ফেলে দেয়। সম্প্রতি সোনালি বসুর 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবির শুটিং শেষ করেছেন তিনি। সেটাই তাঁর শেষ কাজ বলে ঘোষণা করেন অভিনেত্রী।

Intro:সূচনা লগ্নেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার টলিউডের দুই নতুন প্রতিষ্ঠান

অমিত চক্রবর্তী, কলকাতা: সাম্প্রতিক তম লোকসভা ভোটের ফল প্রকাশের পরই টলিউডে গেরুয়া শিবিরে যোগদান এর আওয়াজ একদিকে যেমন জোরদার ছিল ঠিক তেমনি, চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত সকলকে তাদের ছাতার তলায় আনার প্রচেষ্টা ও জোরকদমে শুরু হয়েছিল। আর সেই কাজ কে আর একটু জোরদার করতে গত 22 শে জুন কলকাতা প্রেসক্লাবে টুলটুল রায়,শঙ্কুদেব পান্ডা, পরিচালক মিলন ভৌমিক, অরিন্দম চক্রবর্তী, তুহিন দাস ও দেবযানী হালদার এর উপস্থিতিতে ও অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল নতুন সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। যাদের মূল দাবি ছিল তারাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নতুন এই সংস্কার সূচনা করেছেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য। যার মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিন ধরে বাংলা ধারাবাহিক এ কাজ করার শিল্পী ও টেকনিশিয়ানরা তাদের পারিশ্রমিক না পাওয়া। আর যে ক্ষেত্রে প্রধান নাম উঠে আসছিল রানা সরকারের পাঁচটি ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে ছিলেন এবং সেই সব কটি ধারাবাহিকে শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া পড়েছিল। সেই সময় সংস্থার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পান্ডা জানিয়েছিলেন, আগামী 7 দিনের মধ্যে যদি শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক মিটিয়ে না দেওয়া হয় তাহলে তারা ইম্পা কার্যালয়, সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান স্টুডিও তে বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং আরো বলেন তারাই একমাত্র অনুমোদিত সংস্থা যারা শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে থেকে কাজ করতে চলেছে।

কিন্তু গতকাল মহেশ্বরী সদনে টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যার্থে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ এর পাশাপাশি উদ্বোধন হলো নতুন আরেকটি সংস্থার নাম 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন'এর। নতুন সংস্থার সভাপতি হিসেবে থাকছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাধন তালুকদার,বাবান ঘোষ, সংঘমিত্রা চৌধুরী ও অরুনা মজুমদার। গতকালের অনুষ্ঠানে একটা বিষয় ছিল চোখে পড়ার মতন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ জর্জ বেকার সহ আরো অনেকে। এবং এদিনের অনুষ্ঠানে নতুন এই প্রতিষ্ঠানের ছিল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ এর তুলনায় অনেকগুণ বেশি কারণ, এদিনের অনুষ্ঠানে যোগদান করেছেন পরিচালক স্বপন সাহা, অভিনেতা রাহুল চক্রবর্তী, মান্নাদের ভাইপো, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন ও টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন সহ আরো অনেকে।

শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যার্থে একসঙ্গে দুটি সংস্থার পথ চলা প্রসঙ্গে 'ইস্টান ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন' সভাপতি অগ্নিমিত্রা পাল জানালেন,' আমি শুধু আমার সংগঠনের বিষয়ে কথা বলতে পারি। অন্য কে কি করছে সেটা নিয়ে আমি কথা বলতে পারব না।সেটা নিয়ে তারাই বলতে পারবে। আমি এই সংস্থার প্রেসিডেন্ট হিসেবে যে দায় দায়িত্ব নিয়েছি, সেটা খুব ভাল করেই জানি, আর আমাদের এই সংগঠনের বাকি সদস্যরা সবকিছু খুব ভালো করেই জানেন'।

একদিকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে শঙ্কুদেব পান্ডা জানাচ্ছেন তিনি এবং তার সংস্থা ই একমাত্র শিল্পী ও টেকনিশিয়ানদের হয়ে কাজ করতে চলেছেন। আবার অন্যদিকে অগ্নিমিত্রা সংঘমিত্রা চৌধুরী সহ বাকিরা জানাচ্ছেন, তাদের সংস্থা 'ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন'একমাত্র অনুমোদিত সংস্থা যারা ভারতীয় জনতা পার্টির অধীনে শিল্পী ও টেকনিশিয়ানদের এক ছাতার তলায় তাদের জন্য লড়াই করবে। দুটি সংস্থা ই দাবি করছে তারাই একমাত্র অনুমোদিত সংস্থা। এবং তারাই একমাত্র কাজ করতে চলেছে শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য ।এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের যখন সবাই জানতে পারবেন কোনটি অনুমোদিত সংস্থা এবং কোনটি অনুমোদনহীন সংস্থা।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.