মুম্বই : স্পষ্ট কথা বলেন তসলিমা নাসরিন। এই নিয়ে আজ আর কোনও সন্দেহ নেই। নিজে মুসলিম হলেও এই ধর্মের ভালো-খারাপ নিয়ে বরাবর সরব হয়েছেন এই বাংলাদেশী লেখিকা। জ়ায়রার স্বেচ্ছা অবসরে চমকে গেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই কথাই জানালেন তসলিমা।
টুইটারের পাতায় তিনি লিখেছেন, "গায়ে কাঁটা দিচ্ছে আমার। বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম মনে করছে ওঁর ক্যারিয়ারের জন্য আল্লার সঙ্গে ওঁর দূরত্ব বাড়ছে। তাই ও অভিনয় থেকে অবসর নিচ্ছে। কি বোকার মতো একটা সিদ্ধান্ত !"
তিনি আরও লেখেন, "মুসলিম সমাজে বোরখার অন্ধকারে এভাবেই ঢেকে যায় অনেক প্রতিভা।"
-
Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.
— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.
— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.
— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019
২০১৬ সালে 'দঙ্গল' ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন জ়ায়রা। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পান তিনি। এরপর 'সিক্রেট সুপারস্টার' ছবিতে প্রধান ভূমিকায় দেখা যায় জ়ায়রাকে। ছবিটি ভারতের সঙ্গে সঙ্গে চিনেও সাড়া ফেলে দেয়। সম্প্রতি সোনালি বসুর 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবির শুটিং শেষ করেছেন তিনি। সেটাই তাঁর শেষ কাজ বলে ঘোষণা করেন অভিনেত্রী।