ETV Bharat / sitara

"নওয়াজ়ের সঙ্গে প্রথম 'রোম রোম মে'-র স্টোরি শেয়ার করেছিলাম" - নওয়াজ়ের সঙ্গে প্রথম 'রোম রোম মে'-র স্টোরি শেয়ার করেছিলাম

তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।

hfs
author img

By

Published : Nov 11, 2019, 9:22 PM IST

কলকাতা : পরিচালক হিসেবে তন্নিষ্ঠা চ্যাটার্জির প্রথম ছবি 'রোম রোম মে' । অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সাংবাদিক বৈঠকে এই ছবি নিয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক ।

তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।

এক ভাই তার বোনকে খুঁজতে রোমে যায় । ভাই-বোনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ছবিটি । তবে কেন হঠাৎ করে রোমকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হল তা অবশ্য ছবি না দেখলে বোঝা যাবে না বলে জানিয়েছেন তন্নিষ্ঠা । বলেন, "রোম শুধুমাত্রই একটা সুন্দর লোকেশন নয় । ফেমিনিজ়মের একটা বড় ইতিহাস রয়েছে সেখানে । এমনকী সেখানেই প্রথম ফেমিনিস্টরা প্রতিবাদ দেখায় এখন থেকে প্রায় দু'হাজার বছর আগে । অনেক মহিলাই প্রতিবাদ দেখিয়েছিলেন । কিন্তু, তাঁরা সেভাবে প্রচারের আলোয় কখনও আসেননি । রেনেসাঁর সময়কার মহিলাদের প্রতিবাদে ছবি ফুটে উঠতে আমার ছবিতে ।"

নওয়াজ় ছাড়াও ইট্যালির বহু অভিনেতা রয়েছেন এই ছবিতে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : পরিচালক হিসেবে তন্নিষ্ঠা চ্যাটার্জির প্রথম ছবি 'রোম রোম মে' । অভিনয় করেছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সাংবাদিক বৈঠকে এই ছবি নিয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক ।

তখন 'লায়ন' ছবির শুটিং করছিলেন তন্নিষ্ঠা । কলকাতায় চলছিল ছবির শুটিং । একদিন শুটিংয়ের ফাঁকে নওয়াজ়ের সঙ্গে গল্প করছিলেন তিনি । তখনই কথায় কথায় একটা স্টোরি আইডিয়া নওয়াজ়ের সঙ্গে তিনি শেয়ার করেন । আইডিয়াটা বেশ ভালো লাগে নওয়াজ়ের । তখনই তন্নিষ্ঠাকে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে বলেন । তারপর 'লায়ন'-এর শুটিং শেষ করে তন্নিষ্ঠা 'রোম রোম মে' ছবিটি বানাতে শুরু করে দেন ।

এক ভাই তার বোনকে খুঁজতে রোমে যায় । ভাই-বোনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ছবিটি । তবে কেন হঠাৎ করে রোমকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হল তা অবশ্য ছবি না দেখলে বোঝা যাবে না বলে জানিয়েছেন তন্নিষ্ঠা । বলেন, "রোম শুধুমাত্রই একটা সুন্দর লোকেশন নয় । ফেমিনিজ়মের একটা বড় ইতিহাস রয়েছে সেখানে । এমনকী সেখানেই প্রথম ফেমিনিস্টরা প্রতিবাদ দেখায় এখন থেকে প্রায় দু'হাজার বছর আগে । অনেক মহিলাই প্রতিবাদ দেখিয়েছিলেন । কিন্তু, তাঁরা সেভাবে প্রচারের আলোয় কখনও আসেননি । রেনেসাঁর সময়কার মহিলাদের প্রতিবাদে ছবি ফুটে উঠতে আমার ছবিতে ।"

নওয়াজ় ছাড়াও ইট্যালির বহু অভিনেতা রয়েছেন এই ছবিতে ।

দেখুন ভিডিয়ো
Intro:পরিচালক হিসেবে তন্নিষ্ঠা চাটার্জীর এটি প্রথম ছবি। এক ভাই তার বোনের খুঁজতে যায় রোমে। সেখানে ভাই-বোনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। পরিচালক বলেন, "রোম শহরটি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। আর আমার ছবির প্রখ্যাপটও হল এই শহর।"Body:পাশাপশি তিনি বলেন বিশ্বে যখন অন্য আর কোথাও মহিলাদের অধিকার সম্বন্ধে চর্চা শুরু হয়নি তখন রোমে প্রথম রেনেসাঁসের সময় মহিলাদের অধিকার নিয়ে কথাবার্তা শুরু হয়।

পরিচালক বলেন, "ছবির গল্পের আইডিয়াটি আমি আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার থেকে পেয়েছি। তাই আমার সেসব অভিজ্ঞতাও এই ছবিতে তুলে ধরেছি।"
Conclusion:এই ছবিতে বহু বলিষ্ঠ বিদেশি অভিনেতা ও অভিনেত্রী কাজ করেছেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.