ETV Bharat / sitara

ছপাক vs তনহাজি : প্রথম উইকেন্ডে কার কত উপার্জন ?

শুক্রবার মুক্তি পেয়েছিল দুই বহু প্রতীক্ষিত ছবি 'ছপাক' ও 'তনহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়র' । প্রথম সপ্তাহের শেষে কোন ছবি কত উপার্জন করল বক্স অফিসে ?

Chhapaak Box Office collection
Chhapaak Box Office collection
author img

By

Published : Jan 13, 2020, 12:15 PM IST

মুম্বই : দুই ছবিতেই রয়েছেন দুই জনপ্রিয় তারকা । একদিকে দীপিকা তো অন্যদিকে অজয় আর সইফের ডবল ডোজ় । বক্স অফিসের যুদ্ধে জয়ী হল কোন ছবি ? উত্তর পাওয়া গেল ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইটের মাধ্যমে ।

তরণ পোস্ট করেছেন, "তনহাজি একটা হিরোইক উইকেন্ড কাটালো । দ্বিতীয় ও তৃতীয় দিনে হলের অকুপেন্সি অনেক গুণে বেড়ে গেল, বিশেষ করে তৃতীয় দিনে আগুন জ্বলল বক্স অফিসে । মহারাষ্ট্র ব্যতিক্রমী, অন্যান্য সার্কিটে দ্বিতীয় ও তৃতীয় দিনে বিশাল পরিবর্তন । শুক্রবার 15.10 কোটি, শনিবার 20.57 কোটি টাকা, রবিবার 26.08 কোটি টাকা, সব মিলিয়ে 61.75 কোটি টাকা । "

  • #Tanhaji has a heroic weekend... Footfalls, occupancy, numbers multiply on Day 2 and 3... Sets BO on 🔥🔥🔥 on Day 3... #Maharashtra is exceptional... Other circuits witness big turnaround on Day 2 and 3... Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.08 cr. Total: ₹ 61.75 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে 'ছপাক' প্রসঙ্গে তরণ লিখেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে একটু একটু করে শক্তিশালী হয়েছে এই ছবি । শুক্রবার যেখানে 'ছপাক'-এর কালেকশন ছিল 4.77 কোটি টাকা, সেখানে শনিবার 6.90 কোটি টাকা ও রবিবার 7.35 কোটি টাকা উপার্জন করেছে এই ছবি । সবমিলিয়ে 'ছপাক'-এর উপার্জন 19.02 কোটি টাকা ।

  • #Chhapaak sees day-wise growth, but the weekend trending is good, not great... Collects well at premium multiplexes of urban sectors mainly... Needs to trend well on weekdays for a healthy Week 1 total... Fri 4.77 cr, Sat 6.90 cr, Sun 7.35 cr. Total: ₹ 19.02 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'তনহাজি' যেখানে শুরু থেকেই দারুণ রিভিউ পাচ্ছে সমালোচকদের কাছে, সেখানে 'ছপাক' পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া । এছাড়া JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য দীপিকাকে মুখোমুখি হতে হয়েছে বিরোধের । তাই বিভিন্ন জায়গায় 'ছপাক'-এর প্রদর্শনে বাধা পড়েছে । সেই কারণেও বক্স অফিসে পড়েছে প্রভাব ।

ছবির এক্সিবিটর অক্ষয় রাঠী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, "যদি টুইটারের ট্রেন্ড গ্রাউন্ড লেভেলে কোনও প্রভাব ফেলে থাকে, তাহলে অনেকেই দীপিকাকে সমর্থন করেন বলে ছবিটা দেখবেন আর অনেকেই দীপিকাকে বিরোধ করবেন বলে ছবিটা দেখবেন না । তবে দীপিকা একজন ইন্ডিভিজ়ুয়াল, যাঁর গণতান্ত্রিক অধিকার প্র্য়াক্টিস করার স্বাধীনতা রয়েছে ।"

দীপিকা এই ছবিতে শুধুমাত্র অভিনয়ই করেননি, তিনি 'ছপাক'-এর অন্যতম প্রযোজকও বটে ।

মুম্বই : দুই ছবিতেই রয়েছেন দুই জনপ্রিয় তারকা । একদিকে দীপিকা তো অন্যদিকে অজয় আর সইফের ডবল ডোজ় । বক্স অফিসের যুদ্ধে জয়ী হল কোন ছবি ? উত্তর পাওয়া গেল ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইটের মাধ্যমে ।

তরণ পোস্ট করেছেন, "তনহাজি একটা হিরোইক উইকেন্ড কাটালো । দ্বিতীয় ও তৃতীয় দিনে হলের অকুপেন্সি অনেক গুণে বেড়ে গেল, বিশেষ করে তৃতীয় দিনে আগুন জ্বলল বক্স অফিসে । মহারাষ্ট্র ব্যতিক্রমী, অন্যান্য সার্কিটে দ্বিতীয় ও তৃতীয় দিনে বিশাল পরিবর্তন । শুক্রবার 15.10 কোটি, শনিবার 20.57 কোটি টাকা, রবিবার 26.08 কোটি টাকা, সব মিলিয়ে 61.75 কোটি টাকা । "

  • #Tanhaji has a heroic weekend... Footfalls, occupancy, numbers multiply on Day 2 and 3... Sets BO on 🔥🔥🔥 on Day 3... #Maharashtra is exceptional... Other circuits witness big turnaround on Day 2 and 3... Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.08 cr. Total: ₹ 61.75 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে 'ছপাক' প্রসঙ্গে তরণ লিখেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে একটু একটু করে শক্তিশালী হয়েছে এই ছবি । শুক্রবার যেখানে 'ছপাক'-এর কালেকশন ছিল 4.77 কোটি টাকা, সেখানে শনিবার 6.90 কোটি টাকা ও রবিবার 7.35 কোটি টাকা উপার্জন করেছে এই ছবি । সবমিলিয়ে 'ছপাক'-এর উপার্জন 19.02 কোটি টাকা ।

  • #Chhapaak sees day-wise growth, but the weekend trending is good, not great... Collects well at premium multiplexes of urban sectors mainly... Needs to trend well on weekdays for a healthy Week 1 total... Fri 4.77 cr, Sat 6.90 cr, Sun 7.35 cr. Total: ₹ 19.02 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) January 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'তনহাজি' যেখানে শুরু থেকেই দারুণ রিভিউ পাচ্ছে সমালোচকদের কাছে, সেখানে 'ছপাক' পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া । এছাড়া JNU পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য দীপিকাকে মুখোমুখি হতে হয়েছে বিরোধের । তাই বিভিন্ন জায়গায় 'ছপাক'-এর প্রদর্শনে বাধা পড়েছে । সেই কারণেও বক্স অফিসে পড়েছে প্রভাব ।

ছবির এক্সিবিটর অক্ষয় রাঠী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, "যদি টুইটারের ট্রেন্ড গ্রাউন্ড লেভেলে কোনও প্রভাব ফেলে থাকে, তাহলে অনেকেই দীপিকাকে সমর্থন করেন বলে ছবিটা দেখবেন আর অনেকেই দীপিকাকে বিরোধ করবেন বলে ছবিটা দেখবেন না । তবে দীপিকা একজন ইন্ডিভিজ়ুয়াল, যাঁর গণতান্ত্রিক অধিকার প্র্য়াক্টিস করার স্বাধীনতা রয়েছে ।"

দীপিকা এই ছবিতে শুধুমাত্র অভিনয়ই করেননি, তিনি 'ছপাক'-এর অন্যতম প্রযোজকও বটে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.