ETV Bharat / sitara

প্রসঙ্গ 'তাণ্ডব' : সুপ্রিম কোর্টের রায় শুনে তাজ্জব কঙ্কনা

ওয়েব সিরিজ় 'তাণ্ডব' নিয়ে বিতর্কের শেষ নেই । হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা চলছে 'তাণ্ডব'-এর বিরুদ্ধে । এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন কঙ্কনা সেনশর্মা ।

Konkona Sensharma oppose tandav arrest
Konkona Sensharma oppose tandav arrest
author img

By

Published : Jan 28, 2021, 8:21 PM IST

মুম্বই : 'তাণ্ডব'-এর মুক্তির পর থেকে বিতর্ক বহমান । সিরিজ়টির নির্মাতা ও অভিনেতাদের গ্রেপ্তার করার আবেদন জানিয়ে মামলা চলছে কোর্টে । সেই মামলায় সুপ্রিম কোর্টের রায় শুনে তাজ্জব কঙ্কনা সেনশর্মা ।

অভিনয় করাকালীন চরিত্রের বলা কোনও সংলাপের দায় কি অভিনেতার উপর বর্তায় ? এই যুক্তি দিয়ে 'তাণ্ডব'-এর অভিনেতাদের বাঁচাতে চেয়েছিলেন আইনজীবী । কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস শাহ-র যুক্তি যে, অভিনেতারা তো স্ক্রিপ্ট পড়েই কনট্র্যাক্টে সই করেছে । তাই হিন্দু ধর্মকে অপমানের দায় তাঁদেরও নিতে হবে ।

সুপ্রিম কোর্টের এই রায় শুনে কঙ্কনার বক্তব্য যে, সিরিজ়টির সঙ্গে যুক্ত পুরো কাস্ট আর ক্রু তো স্ক্রিপ্ট পড়েছেন । তাহলে কি পুরো টিমকেই গ্রেপ্তার করতে হবে ? শীর্ষ আদালতের রায় হজম করতে অসুবিধা হচ্ছে অভিনেত্রীর ।

  • Almost all involved in the show have read the script and signed the contract! Let’s arrest the whole cast and crew? https://t.co/xbqbQ641D7

    — Konkona Sensharma (@konkonas) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জিশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার সহ আরও অনেকে ।

কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । দেখা গেছে, শিব কথা বলছেন নারদ মুনির সঙ্গে । রামের দৌলতে তাঁর জনপ্রিয়তা কমতির দিকে বলে দুশ্চিন্তা করছেন তিনি । আর এই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া ।

মুম্বই : 'তাণ্ডব'-এর মুক্তির পর থেকে বিতর্ক বহমান । সিরিজ়টির নির্মাতা ও অভিনেতাদের গ্রেপ্তার করার আবেদন জানিয়ে মামলা চলছে কোর্টে । সেই মামলায় সুপ্রিম কোর্টের রায় শুনে তাজ্জব কঙ্কনা সেনশর্মা ।

অভিনয় করাকালীন চরিত্রের বলা কোনও সংলাপের দায় কি অভিনেতার উপর বর্তায় ? এই যুক্তি দিয়ে 'তাণ্ডব'-এর অভিনেতাদের বাঁচাতে চেয়েছিলেন আইনজীবী । কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস শাহ-র যুক্তি যে, অভিনেতারা তো স্ক্রিপ্ট পড়েই কনট্র্যাক্টে সই করেছে । তাই হিন্দু ধর্মকে অপমানের দায় তাঁদেরও নিতে হবে ।

সুপ্রিম কোর্টের এই রায় শুনে কঙ্কনার বক্তব্য যে, সিরিজ়টির সঙ্গে যুক্ত পুরো কাস্ট আর ক্রু তো স্ক্রিপ্ট পড়েছেন । তাহলে কি পুরো টিমকেই গ্রেপ্তার করতে হবে ? শীর্ষ আদালতের রায় হজম করতে অসুবিধা হচ্ছে অভিনেত্রীর ।

  • Almost all involved in the show have read the script and signed the contract! Let’s arrest the whole cast and crew? https://t.co/xbqbQ641D7

    — Konkona Sensharma (@konkonas) January 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জিশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার সহ আরও অনেকে ।

কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । দেখা গেছে, শিব কথা বলছেন নারদ মুনির সঙ্গে । রামের দৌলতে তাঁর জনপ্রিয়তা কমতির দিকে বলে দুশ্চিন্তা করছেন তিনি । আর এই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.