মুম্বই : ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-কে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজ়েনদের একাংশ । এছাড়া এই সিরিজ়ের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে । দেখানো হয় বিক্ষোভ । এই বিতর্কের মুখে পড়ে সবার কাছে গতকালই নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয় সিরিজ়ের কলাকুশলীদের তরফে । আর আজ সিরিজ়ের বিতর্কিত দৃশ্য বদলানো হবে বলে টুইট করে জানিয়েছেন পরিচালক আলি আব্বাস জ়াফর ।
টুইটারে আলি লেখেন, "দেশবাসীর ভাবাবেগের প্রতি আমরা শ্রদ্ধাশীল । কারও ধর্মীয় ভাবনা কিংবা বিশ্বাসে আমরা আঘাত করতে চাইনি । ইচ্ছাকৃতভাবে কাউকে অপমানও করতে চাইনি । তাই তাণ্ডবের কলাকুশলীদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দৃশ্য নিয়ে এই বিতর্ক, তা বদলে দেওয়া হবে । এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কাছে আমরা কৃতজ্ঞ । কারও ভাবাবেগকে কষ্ট দিয়ে থাকলে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি ।"
- — ali abbas zafar (@aliabbaszafar) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— ali abbas zafar (@aliabbaszafar) January 19, 2021
">— ali abbas zafar (@aliabbaszafar) January 19, 2021
শুক্রবার অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় 'তাণ্ডব'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে ।
সিরিজ়ে কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্য তুলে ধরা হয় । আর সেই দৃশ্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত । সেখানে জ়িশান আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । সেই দৃশ্য নিয়ে নেটিজ়েনদের একাংশের অভিযোগ, ওই দৃশ্যে শিবকে অপমান করা হয়েছে । তাই তাঁদের দাবি, অবিলম্বে সিরিজ় থেকে ওই দৃশ্য বাদ দেওয়া হোক । নাহলে সিরিজ়টি বয়কট করা হবে ।
এরপর হিন্দু দেব-দেবীদের অপমানের অভিযোগ তুলে সিরিজ়ের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক রাম কদম । পাশাপাশি ওয়েব সিরিজ়গুলির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিজেপি সাংসদ মনোজ কোটাক । ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার বিধি দ্রুত কার্যকর করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে একটি চিঠি লিখেছিলেন তিনি । এছাড়া লখনউয়ের হজ়রতগঞ্জ থানায় সিরিজ়ের কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল । পাশাপাশি কলাকুশলীদের গ্রেপ্তারির জন্য তৈরি থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা । এরই মাঝে আজ ওই বিতর্কিত দৃশ্য পরিবর্তনের কথা বলেন পরিচালক ।