মুম্বই : করণ জোহরের 'তখত' সিনেমায় দেখা যাবে জাভেদ জাফরিকে । এই ছবির মাধ্যমেই প্রথমবার কোনও ঐতিহাসিক বিষয় নিয়ে সিনেমা করতে চলেছেন করণ ।
দুই ভাই দারা শিকো ও ঔরঙ্গজ়েব । ছবিতে এই দুই ভাইয়ের সিংহাসনের লড়াইয়ের রক্তাক্ত ইতিহাস তুলে ধরা হবে । 'তখত' ছবির মাধ্যমে বড় পরদায় উঠে আসবে মুঘল সাম্রাজ্যের ইতিহাস । ছবিতে একজন কাজির চরিত্রে দেখা যাবে জাভেদকে ।
ছবি প্রসঙ্গে জাভেদ বলেন, "ছবিতে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে কাজ়ির চরিত্রে অভিনয় করব আমি । চরিত্রটি ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ ।"
একাধিক তারকাকে নিয়ে তৈরি করা হবে ছবিটি । রণবীর সিং থেকে শুরু করে আলিয়া ভাট, ভিকি কৌশল, করিনা কাপুর খান, অনিল কাপুর, জাহ্নবী কাপুর সবাই রয়েছেন ছবিতে । আর এবার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলেন জাভেদও । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত স্থগিত রয়েছে শুটিংয়ের কাজ । সব ঠিক থাকলে 2021 সালের 24 ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি ।
শেষবার নেটফ্লিক্সের 'মাসকা' ছবিতে দেখা গিয়েছিল জাভেদকে । এছাড়া অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের সঙ্গে 'সূর্যবংশী' ছবিতে অভিনয় করেছেন তিনি । পাশাপাশি 'কুলি নম্বর ১'-এ বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে গিয়েছে এই ছবিগুলির মুক্তির তারিখ ।