ETV Bharat / sitara

ফার্ম থেকে অর্গানিক সবজি তুলল তইমুর, ভাইরাল ভিডিয়ো - লাল সিং চাড্ডা

রবিবার দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটাল তইমুর । শেফ বিজয় চৌহানের সঙ্গে মাঠ থেকে সবজি তুলতে দেখা যায় তাকে । হাতে কাঁচি ও গায়ে অ্যাপ্রন পরে মন দিতে সবজি তোলে সে । সোশাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিয়ো ।

ংমন
ংমন
author img

By

Published : Mar 1, 2020, 8:03 PM IST

চণ্ডীগড় : গোটা সপ্তাহের ক্লান্তি দূর করে রবিবার । ফলত বেশিরভাগ মানুষেরই দিনটা কাটে একটু ঢিলেমি করে । যদিও তইমুর আলি খানের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা । আজ সকাল থেকেই খুবই ব্যস্ত ছিল সে । সারাদিন মাঠের মধ্যে দাঁড়িয়ে সবজি তোলা । সেগুলিকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়া । কত কাজ !

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

অবাক লাগলেও এটাই সত্যি । আজ সকাল থেকে এই কাজ নিয়েই ব্যস্ত ছিল তইমুর । বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত করিনা কাপুর খান । চণ্ডীগড়ে চলছে শুটিং । মায়ের সঙ্গে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যায় তইমুরকে । এখানেও তার ব্যতিক্রম হয়নি । মায়ের সঙ্গে চণ্ডীগড় পৌঁছায় সেও । আজ সকালে শেফ বিজয় চৌহানের সঙ্গে ফার্মে যায় তইমুর । হাতে কাঁচি ও অ্যাপ্রন পরে শেফের সঙ্গে ঘুরে ঘুরে ফার্ম থেকে বিভিন্ন সবজি তোলে । কোন সবজি কীভাবে কাটতে হবে সেটা শেফের থেকে বুঝেও নিতে দেখা গেছে তাকে । পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় চৌহান । ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োগুলি ।

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

ক্যাপশনে লেখেন, "আমার বন্ধু তইমুর আলি খান পদৌদি যখন আসে তখন আমার খুব ভালো লাগে । আমার সঙ্গে ফার্ম থেকে অরগ্যানিক সবজি তোলে সে । নিজের জন্য খাবারও তৈরি করে । ও রান্না করতে খুব ভালোবাসে । আর সবুজ শাক সবজি ওর খুব পছন্দের খাবার । আমারদের অরগ্যানিক গার্ডেন ওর পছন্দের জায়গা..."

কাজের দিক থেকে সম্প্রতি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত আছেন করিনা । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । করিনা ও আমির ছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি ।

চণ্ডীগড় : গোটা সপ্তাহের ক্লান্তি দূর করে রবিবার । ফলত বেশিরভাগ মানুষেরই দিনটা কাটে একটু ঢিলেমি করে । যদিও তইমুর আলি খানের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা । আজ সকাল থেকেই খুবই ব্যস্ত ছিল সে । সারাদিন মাঠের মধ্যে দাঁড়িয়ে সবজি তোলা । সেগুলিকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়া । কত কাজ !

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

অবাক লাগলেও এটাই সত্যি । আজ সকাল থেকে এই কাজ নিয়েই ব্যস্ত ছিল তইমুর । বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত করিনা কাপুর খান । চণ্ডীগড়ে চলছে শুটিং । মায়ের সঙ্গে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যায় তইমুরকে । এখানেও তার ব্যতিক্রম হয়নি । মায়ের সঙ্গে চণ্ডীগড় পৌঁছায় সেও । আজ সকালে শেফ বিজয় চৌহানের সঙ্গে ফার্মে যায় তইমুর । হাতে কাঁচি ও অ্যাপ্রন পরে শেফের সঙ্গে ঘুরে ঘুরে ফার্ম থেকে বিভিন্ন সবজি তোলে । কোন সবজি কীভাবে কাটতে হবে সেটা শেফের থেকে বুঝেও নিতে দেখা গেছে তাকে । পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় চৌহান । ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োগুলি ।

ভিডিয়ো সৌ : ইনস্টাগ্রাম

ক্যাপশনে লেখেন, "আমার বন্ধু তইমুর আলি খান পদৌদি যখন আসে তখন আমার খুব ভালো লাগে । আমার সঙ্গে ফার্ম থেকে অরগ্যানিক সবজি তোলে সে । নিজের জন্য খাবারও তৈরি করে । ও রান্না করতে খুব ভালোবাসে । আর সবুজ শাক সবজি ওর খুব পছন্দের খাবার । আমারদের অরগ্যানিক গার্ডেন ওর পছন্দের জায়গা..."

কাজের দিক থেকে সম্প্রতি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত আছেন করিনা । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । করিনা ও আমির ছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.