ETV Bharat / sitara

দুপুর গড়িয়ে বিকেল, অথচ স্নান নেই তাহিরার ! - তাহিরা কাশ্যপের খবর

শীতকালের আমেজে নিজেকে পুরো মাখিয়ে নিচ্ছেন তাহিরা কাশ্যপ । সূর্যের সঙ্গে খেলতে খেলতে তাঁর মাথাতেই নেই যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু স্নান করেননি তিনি ।

tahira kashyap no bath saturday
tahira kashyap no bath saturday
author img

By

Published : Nov 21, 2020, 4:36 PM IST

মুম্বই : শীতকাল মানেই জলাতঙ্ক । সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল...কিন্তু স্নান করে ওঠা হয় না । সেটাই তো শীতকাল । আর তাহিরা কাশ্যপ এভাবেই শীতকালের মজা নিচ্ছেন ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন তাহিরা । সূর্যের আলো গায়ে মেখে বসে তিনি । নো মেকআপ আর নো ফিল্টার সেই ছবিতে তাহিরার চুল উশকো খুশকো । ক্যানসারের পর তাঁর চুলের নতুন স্টাইল এমনই, কার্লি-উশকো খুশকো ।

লেখিকা তাহিরা ক্যাপশনটি ভারি সুন্দর লিখেছেন । লিখেছেন, "নাইট সুট পরেই শীতকালের সূর্যের সঙ্গে খেলা করছি । হ্য়াঁ, এখন দুপুর, আর আমি এখনও চান করিনি ।" ছবিটি যখন পোস্ট করা তখন ঘড়ির কাঁটায় আড়াইটে হবে ।

তাহিরা সঙ্গে এটাও লিখেছেন যে, এবার থেকে নো ফিল্টার লুকেই দেখা যাবে তাঁকে । দেখে নিন তাঁর মজার পোস্ট...

মুম্বই : শীতকাল মানেই জলাতঙ্ক । সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল...কিন্তু স্নান করে ওঠা হয় না । সেটাই তো শীতকাল । আর তাহিরা কাশ্যপ এভাবেই শীতকালের মজা নিচ্ছেন ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন তাহিরা । সূর্যের আলো গায়ে মেখে বসে তিনি । নো মেকআপ আর নো ফিল্টার সেই ছবিতে তাহিরার চুল উশকো খুশকো । ক্যানসারের পর তাঁর চুলের নতুন স্টাইল এমনই, কার্লি-উশকো খুশকো ।

লেখিকা তাহিরা ক্যাপশনটি ভারি সুন্দর লিখেছেন । লিখেছেন, "নাইট সুট পরেই শীতকালের সূর্যের সঙ্গে খেলা করছি । হ্য়াঁ, এখন দুপুর, আর আমি এখনও চান করিনি ।" ছবিটি যখন পোস্ট করা তখন ঘড়ির কাঁটায় আড়াইটে হবে ।

তাহিরা সঙ্গে এটাও লিখেছেন যে, এবার থেকে নো ফিল্টার লুকেই দেখা যাবে তাঁকে । দেখে নিন তাঁর মজার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.