মুম্বই : শীতকাল মানেই জলাতঙ্ক । সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল...কিন্তু স্নান করে ওঠা হয় না । সেটাই তো শীতকাল । আর তাহিরা কাশ্যপ এভাবেই শীতকালের মজা নিচ্ছেন ।
সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন তাহিরা । সূর্যের আলো গায়ে মেখে বসে তিনি । নো মেকআপ আর নো ফিল্টার সেই ছবিতে তাহিরার চুল উশকো খুশকো । ক্যানসারের পর তাঁর চুলের নতুন স্টাইল এমনই, কার্লি-উশকো খুশকো ।
লেখিকা তাহিরা ক্যাপশনটি ভারি সুন্দর লিখেছেন । লিখেছেন, "নাইট সুট পরেই শীতকালের সূর্যের সঙ্গে খেলা করছি । হ্য়াঁ, এখন দুপুর, আর আমি এখনও চান করিনি ।" ছবিটি যখন পোস্ট করা তখন ঘড়ির কাঁটায় আড়াইটে হবে ।
তাহিরা সঙ্গে এটাও লিখেছেন যে, এবার থেকে নো ফিল্টার লুকেই দেখা যাবে তাঁকে । দেখে নিন তাঁর মজার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">