মুম্বই : দু'দিন আগেই ছবিটা এসেছিল সোশাল মিডিয়ায়। তবে অন্য ক্যাপশনে। সেলেব্রিটি স্টাইলিস্ট সনম রতনসি ছবিটি শেয়ার করে লিখেছিলেন, "আন্দাজ করুন কে?" দু'দিন পর বোঝা গেল সেটা আসলে 'জওয়ানি জানেমন' ছবিতে তাব্বুর ফার্স্ট লুক ছিল।
আজ তাব্বু আরও একটি ছবি শেয়ার করে অফিশিয়ালি প্রকাশ্যে আনলেন তাঁর লুক। সেখানে তাঁর মুখটা দেখা গেল প্রথমবার। বোঝা গেল যে, দু'দিন আগে শেয়ার হওয়া ছবিটি আসলে তাব্বুরই ছিল।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'জওয়ানি জানেমন' ছবিতে তাব্বুর সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকে। ১৯৯৯ সালে 'হম সাথ সাথ হ্যায়' ছবিতে তাঁদের শেষ দেখা গেছিল। কেটে গেছে ২০ বছর। এত বছর পরে তাব্বুর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত সইফও।
ছবিটি এই বছরই ২৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।